#নয়াদিল্লি: কেন্দ্র সরকার ছাড়াও রাজ্য সরকারের তরফে কৃষকদের জন্য একাধিক যোজনা চালানো হয় ৷ এই যোজনার মাধ্যমে কেন্দ্র এবং রাজ্য সরকার কৃষকদের আর্থিক সাহায্য করে থাকে ৷ হরিয়ানা সরকারের তরফে এরকম একটি যোজনা চালানো হয়, যেখানে রাজ্য সরকারের তরফে কৃষকদের ৭০০০ টাকার আর্থিক সাহায্য করা হয় ৷ দেশের বিভিন্ন অংশে জলের স্তর অনেকটাই নীচে নেমে গিয়েছে ৷ এর জেরে কৃষকদের চাষের জন্য দরকারের চেয়ে বেশি টাকা জলের জন্য খরচ করতে হচ্ছে ৷ এই পরিস্থিতি দেখেই রাজ্য সরকারের তরফে এই যোজনা শুরু করা হয় ৷
এই যোজনা নাম মেরা পানি মেরি বিরাসত ৷ এখানে আপনি ৩১ জুলাই পর্যন্ত রেজিস্টার করতে পারবেন ৷ সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যের কৃষকদের জল সংরক্ষণ করতে হবে ৷
Haryana Mera Pani Meri Virasat Yojana ৩১ জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশন করানো যাবে ৷ তাহলে কৃষকরা ৭০০০ টাকার সুবিধা পেয়ে যাবেন ৷ রাজ্য সরকারের তরফে ৬ মে এই স্কিমটি চালু করা হয়েছিল ৷ কেবল হরিয়ানার কৃষকরা এই যোজনার সুবিধা পাবেন ৷
এই যোজনার সুবিধা পাওয়ার জন্য কী করতে হবে
১. কৃষকদের হরিয়ানার স্থায়ী বাসিন্দা হতে হবে
২. যে কৃষকদের ৫০ হার্টজ পাওয়ারের ইলেক্ট্রিক মোটর ব্যবহার করে তারা এই যোজনার সুবিধা পাবেন না৩. আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবেএই যোজনায় রেজিস্টার করার জন্য http://117.240.196.237/CDP_Admin/UserLogin.aspx ওয়েবসাইটে লগইন করতে হবে ৷ এরপর আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিতে হবে ৷ পরে ক্যাপচা কোড দিয়ে লগইন করতে হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Farmers