#নয়াদিল্লি: ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে সম্প্রতি একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে ৷ ভাইরাল ভিডিও-তে দাবি করা হয়েছে সব মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘প্রধানমন্ত্রী নারী শক্তি যোজনা’-য় ২.২০ লক্ষ টাকা করে জমা করছে সরকার ৷ এরকম কোনও মেসেজ যদি আপনার কাছেও আসে তাহলে সাবধাম হয়ে যান ৷ কেন্দ্র সরকারের তরফে পিআইবি ফ্যাক্ট চেক তাদের ট্যুইটার হ্যান্ডেলে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ভিডিওটি ফেক ৷
পিআইবি ফ্যাক্ট চেক ট্যুইটার হ্যান্ডেলের মাধ্যমে বিভিন্ন ফেক মেসেজ সম্বন্ধে সচেতন করে সাধারণ মানুষকে ৷ এদিন পিআইবি-র তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী নারী শক্তি নামে কোনও যোজনা চালাচ্ছে না ৷
PIB-র তরফে জানানো হয়েছে আপনার কাছে এরকম কোনও ভাইরাল মেসেজ এলে এবং তাতে কোনও লিঙ্ক থাকলে তাতে ভুলেও ক্লিক করবেন না ৷ এই ভুল করলে অনলাইন ফ্রডের শিকার হতে পারেন আপনি ৷
दावा: एक #YouTube वीडियो में यह दावा किया जा रहा है कि केंद्र सरकार सभी महिलाओं के बैंक खातों में 'प्रधानमंत्री नारी शक्ति योजना' के तहत 2 लाख 20 हज़ार रूपए की राशि जमा कर रही है।#PIBFactCheck: यह दावा फर्जी है। केंद्र सरकार द्वारा ऐसी कोई योजना नहीं चलाई जा रही है। pic.twitter.com/LPEHGvzh2C
— PIB Fact Check (@PIBFactCheck) October 15, 2020
পিআইবি ফ্যাক্ট চেক কেন্দ্র সরকারের পলিসি/ স্কিম/ বিভাগ/ মন্ত্রালয় সংক্রান্ত ভুল মেসেজ যাতে না ছড়িয়ে পড়ে তার জন্য বিশেষ পদক্ষেপ নিয়ে থাকে ৷ সরকারের সংক্রান্ত কোন খবর সত্যি এবং কোন খবর ভুল তা বুঝতে সাহায্য করে PIB Fact Check ৷ আপনার কোনও কিছু নিয়ে সন্দেহ হলে সেই খবরের স্ক্রিনশট নিয়ে ট্যুইটার বা ফেসবুকে পোস্ট বা URL টি হোয়াটসঅ্যাপ নম্বর 918799711259 পাঠিয়ে দিতে পারেন বা pibfactcheck@gmail.com মেল পাঠাতে পারবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fake News