#নয়াদিল্লি: EPFO এর বৈঠকে আর্থিক বছর ২০১৯-২০-র জন্য সুদের হার নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ EPF- এ ২০১৯-২০-র জন্য ৮.৫ শতাংশ সুদ মিলবে ৷ আপাতত EPFO ৮.১৫ শতাংশ সুদ মিলছে ৷ বাকি ০.৩৫ শতাংশ সুদ ডিসেম্বর মাসে মিলবে ৷ ৫ মার্চের বৈঠকে ইপিএফে ২০১৯-২০ সালের জন্য সুদের হার ৮.৫০ শতাংশ রাখার প্রস্তাব দিয়েছিল যা আগে ০.১৫ শতাংশ কম ছিল ৷ ইপিএফ-এর এই প্রস্তাবিত দর ৭ বছরে এটাই ন্যূনতম ৷ অর্থ মন্ত্রকের কাছে প্রস্তাব পাঠানো হলেও এখনও অনুমতি পাওয়া যায়নি ৷
ইপিএফের অধীনে থাকা কর্মচারিদের বেসিক স্যালারি + ডিএ-র ১২ শতাংশ পিএফে জমা হয় ৷ সমান অঙ্কের টাকা সংস্থার তরফেও জমা দেওয়া হয় ৷ সংস্থার তরফে জমা দেওয়া টাকা দু’ভাগে ভাগ করা হয় ৷ এর মধ্যে ৮.৩৩ EPS (Employee Pension Scheme) এ জমা দেওয়া পড়ে, বাকি পিএফ অ্যাকাউন্টে জমা পড়ে ৷
আর্থিক বছর ২০১৬-১৭ সালে ইপিএফও ৮.৬৫ শতাংশ সুদ ও ২০১৭-১৮ সালে ৮.৫৫ শতাংশ সুদ দিয়েছে ৷ ২০১৫-১৬ সালে ৮.৮ শতাংশ সুদ, ২০১৩-১৪ ও ২০১৪-১৫ সালে ৮.৭৫ এবং ২০১২-১৩ সালে ৮.৫ শতাংশ সুদ মিলেছে ৷
সরকার মার্চ মাসের পর কোভিড পরিস্থিতির মোকাবিলার জন্য একাধিক নির্দেশ জারি করেছিল ৷ পিএফ অ্যাকাউন্ট থেকে ৩ মাসের বেসিক বেতন ও ডিএ বা পিএফে জমা টাকার ৭৫ শতাংশ দুটোর মধ্যে যেটা কম সেই অঙ্কের টাকা তোলা যাবে ৷ এই টাকা আবার অ্যাকাউন্টে জমা করার দরকার নেই ৷
EPFO গত দু’বছরে ১৮ লক্ষ কোটি টাকার বেশি ইনভেস্ট করেছে ৷ এর মধ্যে ৪৫০০ কোটি টাকা DHFL ও IL&FS ইনভেস্ট করেছে ৷