#নয়াদিল্লি: EPFO (Employees' Provident Fund) ৬ কোটি সাবস্ক্রাইবারদের জন্য বড় সুখবর ৷ আগামী মাসে পিএফ অ্যাকাউন্টে আসতে পারে বেশি টাকা ৷ আর্থিক বছর ২০২০-২১-এর জন্য ৮.৫ শতাংশ সুদ জুলাইয়ের শেষ পর্যন্ত দেওয়ার সিদ্ধান্ত শীঘ্রই নেওয়া হতে পারে ৷ এই বিষয়ে ইপিএফও ইতিমধ্যেই শ্রম মন্ত্রকের তরফে অনুমতি পেয়ে গিয়েছে ৷ এই প্রক্রিয়া শীঘ্রই শুরু করার সম্ভাবনা রয়েছে ৷
শ্রম মন্ত্রের তরফে অনুমতি পাওয়ার পর EPFO প্রায় ৬ কোটি সাবস্ক্রাইবাররা শীঘ্রই পেতে পারেন সুখবর ৷ EPFO এর তরফে ২০২০-২১ এর জন্য ৮.৫ শতাংশ সুদ জুলাইয়ের শেষে সাবস্ক্রাইবারদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হতে পারে ৷ সূত্রের খবর অনুযায়ী, সুদের টাকা কর্মচারীদের অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট করা হবে ৷
গত বছর ২০১৯-২০-র সুদ পাওয়ার জন্য EPFO অ্যাকাউন্ট হোল্ডারদের ১০ মাসের জন্য অপেক্ষা করতে হয়েছে ৷ EPFO আর্থিক বছর ২০২০-২১ এর জন্য সুদের কোনও বদল করেনি ৷ ৮.৫ শতাংশ হিসেবেই সুদ দেওয়া হবে ৷ EPFO দেশজুড়ে করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যে অ্যাকাউন্ট হোল্ডারদের নন-রিফান্ডেবল কোভিড-১৯ অ্যাডভান্স টাকা তোলার অনুমতি দিয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: EPFO