হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
চাকুরিজীবিদের জন্য বড় উপহার, জুলাই মাসে PF অ্যাকাউন্টে আসবে বেশি টাকা

চাকুরিজীবিদের জন্য মোদি সরকারের বড় উপহার, জুলাই মাসে PF অ্যাকাউন্টে আসবে বেশি টাকা

শ্রম মন্ত্রের তরফে অনুমতি পাওয়ার পর EPFO প্রায় ৬ কোটি সাবস্ক্রাইবাররা শীঘ্রই পেতে পারেন সুখবর ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: EPFO (Employees' Provident Fund) ৬ কোটি সাবস্ক্রাইবারদের জন্য বড় সুখবর ৷ আগামী মাসে পিএফ অ্যাকাউন্টে আসতে পারে বেশি টাকা ৷ আর্থিক বছর ২০২০-২১-এর জন্য ৮.৫ শতাংশ সুদ জুলাইয়ের শেষ পর্যন্ত দেওয়ার সিদ্ধান্ত শীঘ্রই নেওয়া হতে পারে ৷ এই বিষয়ে ইপিএফও ইতিমধ্যেই শ্রম মন্ত্রকের তরফে অনুমতি পেয়ে গিয়েছে ৷ এই প্রক্রিয়া শীঘ্রই শুরু করার সম্ভাবনা রয়েছে ৷

শ্রম মন্ত্রের তরফে অনুমতি পাওয়ার পর EPFO প্রায় ৬ কোটি সাবস্ক্রাইবাররা শীঘ্রই পেতে পারেন সুখবর ৷ EPFO এর তরফে ২০২০-২১ এর জন্য ৮.৫ শতাংশ সুদ জুলাইয়ের শেষে সাবস্ক্রাইবারদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হতে পারে ৷ সূত্রের খবর অনুযায়ী, সুদের টাকা কর্মচারীদের অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট করা হবে ৷

গত বছর ২০১৯-২০-র সুদ পাওয়ার জন্য EPFO অ্যাকাউন্ট হোল্ডারদের ১০ মাসের জন্য অপেক্ষা করতে হয়েছে ৷ EPFO আর্থিক বছর ২০২০-২১ এর জন্য সুদের কোনও বদল করেনি ৷ ৮.৫ শতাংশ হিসেবেই সুদ দেওয়া হবে ৷ EPFO দেশজুড়ে করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যে অ্যাকাউন্ট হোল্ডারদের নন-রিফান্ডেবল কোভিড-১৯ অ্যাডভান্স টাকা তোলার অনুমতি দিয়েছে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: EPFO