• Home
 • »
 • News
 • »
 • business
 • »
 • ক্যাশ অন ডেলিভারি বন্ধ করল ই-কমার্স সংস্থাগুলি

ক্যাশ অন ডেলিভারি বন্ধ করল ই-কমার্স সংস্থাগুলি

মোদির ঘোষণার পর ক্যাশ অন ডেলিভারি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কয়েকটি ই-কমার্স সংস্থা ৷ আপাতত ক্যাশ অন ডেলিভারি পরিষেবা বন্ধ রাখছে অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল ৷

মোদির ঘোষণার পর ক্যাশ অন ডেলিভারি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কয়েকটি ই-কমার্স সংস্থা ৷ আপাতত ক্যাশ অন ডেলিভারি পরিষেবা বন্ধ রাখছে অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল ৷

মোদির ঘোষণার পর ক্যাশ অন ডেলিভারি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কয়েকটি ই-কমার্স সংস্থা ৷ আপাতত ক্যাশ অন ডেলিভারি পরিষেবা বন্ধ রাখছে অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #নয়াদিল্লি: মাঝরাত থেকে বন্ধ পাঁচশো ও হাজার টাকার নোটে লেনদেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরই নতুন পাঁচশো ও দু'হাজার টাকার নোট প্রকাশ RBI-এর। নতুন নোটে থাকছে অতিরিক্ত সুরক্ষার বন্দোবস্ত। বদলাচ্ছে পাঁচশো টাকার নোটের নকশা। থাকছে লালকেল্লার ছবি। দুহাজার টাকার নোটে থাকছে মঙ্গলযানের ছবি। প্রধানমন্ত্রীর ঘোষণার বুধবার দেশজুড়ে বন্ধ সব এটিএম পরিষেবা। বৃহস্পতিবারও বন্ধ থাকবে কিছু কিছু এটিএম। আগামী আটচল্লিশ ঘণ্টায় পাঁচশো ও হাজারের নোট বদলে নতুন নোট ভরা হবে এটিএমগুলিতে। তার জেরেই এটিএম পরিষেবা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। বন্ধ থাকবে ব্যাঙ্কেও ৷ পুরনো পাঁচশো ও হাজার টাকা মঙ্গলবার মধ্যরাত থেকেই অচল ৷ নতুন নোট বাজারে আসতে এখনও একদিন বাকি ৷ এর জেরে সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে ৷ মোদির ঘোষণার পর ক্যাশ অন ডেলিভারি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কয়েকটি ই-কমার্স সংস্থা ৷ আপাতত ক্যাশ অন ডেলিভারি পরিষেবা বন্ধ রাখছে অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল ৷ এখন সবার কাছে বেশিরভাগ ৫০০ ও ১০০০ টাকার নোট রয়েছে ৷ তাই ক্যাশ অন ডেলিভারি পরিষেবায় প্রত্যেকেই ৫০০ ও ১০০০ টাকার নোট দেবেন ৷ তা নিয়ে যাতে সমস্যার না হয় তাই COD বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এর জেরে অনলাইনেই পেমেন্ট করে জিনিস করতে হবে গ্রাহকদের ৷ তবে যারা আগেই অর্ডার দিয়ে দিয়েছেন এবং যাদের এই দু’দিনের মধ্যে ডেলিভারি দেওয়ার কথা তারা কী করবে সে বিষয়ে এখনও সংস্থার তরফে কিছু জানানো হয়নি ৷ তবে তাদের প্রোডাক্ট ডেলিভারির ডেট পিছিয়ে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে ৷

  First published: