#নয়াদিল্লি: পোস্ট অফিসের একাধিক স্কিম রয়েছে যেখানে গ্রাহকরা কম রিস্কে বেশি আয় করার সুযোগ পেয়ে থাকেন ৷ স্মল সেভিংস স্কিমে একাধিক সুবিধা রয়েছে ৷ এছাড়া এই সমস্ত স্কিমে ইনভেস্ট করলে ট্যাক্স ছাড়ও মিলবে ৷
রেকারিং ডিপোজিট- পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে বর্তমাম সময়ে ৫.৮ শতাংশ সুদ মিলবে ৷ আপনি যদি টাকা ডবল করতে চান তাহলে টাকা প্রায় ১২ বছরের জন্য ইনভেস্ট করতে হবে ৷
পোস্ট অফিসে টাইম ডিপোজিট - পোস্ট অফিসের এই স্কিমের ম্যাচিউরিটি ৫ বছর ৷ এই যোজনায় কমপক্ষে ২০০ টাকা থেকে ইনভেস্টমেন্ট শুরু করা যেতে পারে ৷ এর মধ্যে প্রথম ৩ বছরে ৫.৫ শতাংশ হিসেবে সুদ মিলবে ৷ ৫ বছর পর থেকে মিলবে ৬.৭ শতাংশ সুদ ৷ এতে আপনার টাকা প্রায় ১৩ বছরে ডবল হয়ে যাবে ৷ এই যোজনায় যে সুদ পাবেন তাতে কোনও ট্যাক্স দিতে হবে না ৷
পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট- এর যোজনায় ৪ শতাংশ সুদ মিলবে ৷ এখানে টাকা ডবল হতে একটু বেশি সময় লাগবে ৷ হিসেব অনুযায়ী, মোট ১৮ বছর লাগবে আপনার টাকা দ্বিগুণ হতে ৷
সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট (SCSS)- পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে (Post Office Senior Citizen Saving Scheme) বর্তমান সময় ৭.৪ শতাংশ সুদ মিলবে ৷ সুদের টাকার প্রত্যেক ত্রৈমাসিকে অ্যাকাউন্টে জমা পড়বে ৷ এই স্কিমেও আয়কর অ্যাক্ট সেকশন ৮০ সি অনুযায়ী মিলবে ট্যাক্স ছাড়৷ এখানে ইনভেস্ট করলে ১০ বছরে টাকা ডবল হয়ে যাবে ৷
পোস্ট অফিসের সুকন্যা সমৃদ্ধি যোজনা- পোস্ট অফিসের সুকন্যা সমৃদ্ধি যোজনায় বর্তমান সময়ে ৭.৬ শতাংশ সুদ মিলবে ৷ এই স্কিমে ১০ বছরে টাকা ডবল হয়ে যাবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Investment, Post Office Scheme