• Home
 • »
 • News
 • »
 • business
 • »
 • ব্যাঙ্কের তরফে জারি অ্যালার্ট, ভুলেও এই নম্বরে ফোন করবেন না

ব্যাঙ্কের তরফে জারি অ্যালার্ট, ভুলেও এই নম্বরে ফোন করবেন না

 • Share this:

  #নয়াদিল্লি:  দেশের দ্বিতীয় সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গ্রাহকদের সাবধান করে অ্যালার্ট জারি করেছে ৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, আজকাল কাস্টোমার কেয়ারের নম্বরের সঙ্গে মিলিয়ে ফোন নম্বর থেকে গ্রাহকদের ফোন করছে প্রতারকরা ৷ এবং এর জেরে অনেকের অ্যাকাউন্ট থেকে টাকা লোপাটের অভিযোগ উঠেছে ৷ ব্যাঙ্ক নিজের ট্যুইটার অ্যাকাউন্টে এই বিষয়টি সম্বন্ধে জানিয়েছে ৷

  ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে কাস্টোমার কেয়ারের নম্বরের সঙ্গে মিলিয়ে নম্বর থেকে গ্রাহকদের ফোন করছে প্রতারকরা ৷ এবং এর মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্বন্ধে সমস্ত তথ্য জেনে নেয় ৷ আপনার কাছে এরকম কোনও ফোন এলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা এটিএম কার্ড সংক্রান্ত কোনও তথ্য ভুলেও দেবেন না ৷

  First published: