#নয়াদিল্লি:কোথায় টাকা ইনভেস্ট করবেন ভাবছেন ? তাহেল আপনার জন্য ভারতীয় জীবন বিমার একটি দারুণ স্কিম রয়েছে ৷ এখানে কম টাকা ইনভেস্ট করে ভাল লাভ আয় করতে পারবেন ৷ এলআইসি নিবেশ প্লাস (LIC Nivesh Plus) সিঙ্গল প্রিমিয়াম, নন পার্টিসিপেটিং, ইউনিট লিঙ্কড ও ব্যক্তিগত জীবন বিমা ৷
অফলাইনের পাশাপাশি অনলাইনেও এই পলিসি কিনতে পারবেন ৷ পলিসি হোল্ডারকে Sum Assured সিলেক্ট করার সুবিধা রয়েছে ৷ Sum Assured এর বিকল্প সিঙ্গল প্রিমিয়ামের ১.২৫ গুণ বা সিঙ্গল প্রিমিয়ামের ১০ গুণ ৷
এই পলিসির জন্য ন্যূনতম বয়স ৯০ দিন থেকে ৭০ বছর হতে হবে ৷ পলিসি ১০ থেকে ৩৫ বছরের জন্য করা যেতে পারে ৷ তবে লকইন পিরিয়ড ৫ বছরের হয় ৷ প্রিমিয়ামের পর মিনিমাম লিমিট ১ লক্ষ টাকার, অধিকতম কোনও লিমিট নেই ৷ ম্যাচিউরিটির সময় অধিকতম ৮৫ বছর বয়স হতে পারে ৷
পলিসি টার্ম পর্যন্ত পলিসি হোল্ডার বেঁচে থাকলে তিনি ম্যাচিউরিটি বেনিফিট পাবেন ৷ যা ইউনিট ফান্ড মূল্যের সমান সমান ৷ সংস্থার তরফে গ্রাহকদের ফ্রি-লুক পিরিয়ড দেওয়া হয়ে থাকে ৷ এই সময় গ্রাহকরা তাদের পলিসি ফেরত নিয়ে নিতে পারে ৷ সংস্থা থেকে সরাসরি পলিসি কিনলে ১৫ দিন আর অনলাইনে কিনলে ৩০ দিনের ফ্রি লুক পিরিয়ড লাগু হয়ে থাকে ৷
পলিসি ম্যাচিউর হওয়ার আগে পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনি ডেথ বেনিফিট পাবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।