#নয়াদিল্লি: কেন্দ্র সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনা অত্যন্ত জনপ্রিয় একটিস্কিম ৷ মেয়েদের ভবিষ্যত সুনিশ্চিত করতে এই যোজনায় অ্যাকাউন্ট অবশ্যই খোলা উচিৎ ৷ এই যোজনায় অ্যাকাউন্ট খোলার জন্য মেয়ের বয়স ১০ বছরের বেশি হলে হবে না ৷ সরকারের তরফে এই অ্যাকাউন্টে সুদ দেওয়া হয় ৷ বর্তমানে অনলাইনে আপনি এই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন৷
পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন ৷ আবেদনকারী মেয়ের নামে যে কোনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ সরকারের তরফে বর্মানে ৭.৬ শতাংশ সুদ দেওয়া হচ্ছে ৷ বছরে কমপক্ষে ২৫০ টাকা জমা দেওয়া বাধ্যতামূলক ৷ অধিকতম ১.৫০ লক্ষ টাকা জমা দিতে পারবেন ৷
IPPB অ্যাপের মাধ্যমে সুকন্য সমৃদ্ধি অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারবেন-
>>এর জন্য সেভিংস অ্যাকাউন্টকে IPPB অ্যাপের সঙ্গে যুক্ত করতে হবে >>এরপর DOP Product এ যেতে হবে >>এখানে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে >>এবার SSY অ্যাকাউন্ট নম্বর ও DOP কাস্টোমার আইডি এন্টার করতে হবে >>পেমেন্ট হওয়ার পর IPPB নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পারবেন
এই যোজনায় অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে ফর্মের সঙ্গে মেয়ের বার্থ সার্টিফিকেট ব্যাঙ্ক বা পোস্ট অফিসে জমা দিতে হবে ৷ এছাড়া বাচ্চার মা-বাবার পরিচয় পত্র(প্যান কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স,পাসপোর্ট ) জমা দিতে হবে ৷