#নয়াদিল্লি: দেশজুড়ে চলা এই মহামারির মাঝে কেন্দ্র সরকারের তরফে পেনশনভোগীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছে৷ লাইফ সার্টিফিকেট জমা দেওয়া শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ রবিবার এই বিষয়ে ঘোষণা করেছেন ৷ লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য ব্যাঙ্কে ভিড় করা এবং তা থেকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে ৷ আর যেহেতু ৬০ বছরের উর্ধ্বের ব্যক্তিদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি তাই সব দিক খতিয়ে দেখার পর সময়সীমা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে ৷
ইপিএফও-র সঙ্গে যুক্ত ৩৫ লক্ষ এবং কেন্দ্রের সঙ্গে যুক্ত ৬৫ লক্ষের বেশি পেনশনভোগীরা সরাসরি এই সুবিধা পেতে চলেছেন ৷ শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যে ব্যক্তিরা নভেম্বর ৩০ পর্যন্ত লাইফ সার্টিফিকেট জমা দেননি তাঁরা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পেনশন পাবেন এবং লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সুযোগ পাবেন ৷
পেনশন জারি রাখার জন্য প্রত্যেক বছর লাইফ সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক ৷ পেনশনভোগীদের কাছে সার্টিফিকেট জমা দেওয়ার একাধিক বিকল্প রয়েছে ৷ দেশজুড়ে ৩.৬৫ লক্ষ কমন সার্ভিস সেন্টার, পেনশন ডিসবার্সিং ব্যাঙ্কের শাখায় এই সার্টিফিকেট জমা করা যেতে পারে ৷ এছাড়া ১.৩৬ লক্ষ পোস্ট অফিস, পোস্টাল নেটওর্য়াকের ১.৯০ লক্ষ পোস্টম্যান ও গ্রামীণ ডাক সেবকের সুবিধা নেওয়া যেতে পারে ৷
এছাড়া অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন পেনশনভোগীরা ৷ এর জন্য https://locator.csccloud.in/ এই লিঙ্ক ব্যবহার করতে পারবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।