#নয়াদিল্লি:করোনা ভাইরাসের জেরে গত দু’সপ্তাহ ধরে দেশজুড়ে লকডাউন চলছিল ৷ এর জেরে কেন্দ্র সরকারের তরফে একাধিক আর্থিক প্যাকেজের ঘোষণা করা হয়েছে ৷ এর পাশাপাশি ট্যাক্স সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট, প্যান ও আধার লিঙ্কের শেষ তারিখ বাড়ানোর ঘোষণা করা হয়েছে যাতে সাধারণ মানুষকে সমস্যার মুখে না পড়তে হয় ৷ এর মধ্যে বেশ কিছু ডেডলাইন ৩০ জুন শেষ হতে চলেছে ৷ তাই দেরি না করে এবার এই কাজগুলি সেরে ফেলুন না হলে দিতে হতে পারে মোটা জরিমানা ৷
১) কেন্দ্র সরকার প্যান ও আধার লিঙ্ক করার শেষ তারিখ ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৩০ জুন ২০২০ করা হয়েছে ৷ এই সময়ের মধ্যে প্যান ও আধার লিঙ্ক না করা হলে আপনার প্যান নম্বর বাতিল হয়ে যেতে পারে ৷ এবং এর মাধ্যমে আর্থিক লেনদেন করা যাবে না ৷ আইটিআর জমা দেওয়ার জন্য প্যান বাধ্যতামূলক ৷
২) আর্থিক বছর ২০১৯-২০-র জন্য ট্যাক্স সেভিংস যোজনায় ইনভেস্ট করার সময় বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে ৷
৩) আটিআর জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে ৷
৪) পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি বা অন্য স্মল সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ITR Filing, Lockdown