corona virus btn
corona virus btn
Loading

বাড়তি নিরাপত্তা ব্যবস্থা যোগ করে আসছে ডটসনের নতুন গাড়ি ডটসন রেডি-গো

বাড়তি নিরাপত্তা ব্যবস্থা যোগ করে আসছে ডটসনের নতুন গাড়ি ডটসন রেডি-গো
  • Share this:

#মুম্বই: গাড়িতে নিরাপত্তা বাড়াতে বিশেষ কিছু সেফটি ফচার আনছে ডটসন ইন্ডিয়া৷ নিজেদের নতুনভাবে লঞ্চ হওয়া গাড়িতে এই বাড়তি সুবিধা রাখতে চলেছে তারা৷ এই সুবিধা আনা হচ্ছে ডটসন রেডি-গো মডেলে৷ অনায়াস যাত্রার সঙ্গে সঠিক সুরক্ষা দিতে বদ্ধপরিকর গাড়ি প্রস্তুতকারক এই সংস্থা৷ তাই এই বাড়তি সেফটি ফিচার্সের সুবিধা তারা যুক্ত করতে চলেছে গাড়িতে৷ ডটসন ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে গাড়ির যাত্রায় বিশেষ নিরাপত্তা যোগ করতেই এই উদ্যোগ৷ ডটসন রেডি-গোয়ে থাকছে ০.৮ এবং ১.০ এল আইস্যাট থ্রি সিলিন্ডার ফুয়েল এফিশিয়েন্সি৷ এতে ২২.৭ এবং ২২.৫ কিলোমিটার প্রতি সাস্রয় হবে জ্বালানির৷ ইউকান নামক জাপানি ডিজাইনে তৈরি ডটসন গো ভীষণভাবে জনপ্রিয় যুবাদের মধ্য৷ এই গাড়িতে থাকছে ১৮৫ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স৷ গাড়ির ভিতরেও জায়গা থাকছে যথেষ্ঠ৷ পাঁচটি রঙে পাওয়া যাবে ডটসন রেডি গো৷ রংগুলি হল রুবি রেড, লাইম গ্রিন, সাদা, ধুসর ও রুপলি৷ কী কী বাড়তি নিরাপত্তা থাকছে?ইবিডি যুক্ত এয়ার ব্যাগ সিস্টেম যার ফলে রাস্তার অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে থাকবে ব্রেকের সুবিধা৷ চালকের জন্য বিশেষ এয়ারব্যাগের সুবিধা থাকছে ডাটসন রেডি গোয়ে৷ দুর্ঘটনা থেকে বাঁচতে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা৷

রিয়ার পার্কিং অ্যাসিস্ট সেন্সর-এর ফলে গাড়ি পার্কিং করা যাবে অনায়াসে৷ হাই স্পিড ওয়ার্নিং-৮০ কিলোমিটারের ওপর গাড়ির গতি উঠলেই জানান দেবে এই ব্যবস্থা৷ সিট বেল্ট রিমাইন্ডার-চালক এবং চালকের পাশে বসা ব্যক্তি সিট বেল্ট না পরলেই, এই নিরাপত্তা ব্যবস্থার সাহায্যে জানিয়ে দেওয়া হবে৷

আনলিমিটেল কিলোমিটারের সঙ্গে ২ বছরের ওয়ারেন্টিতে পাওয়া যাবে ডাটসন গো৷ এছাড়াও ২-৩ বা ৫ বছর পর্যন্ত মিলতে পারে ওয়ারেন্টি৷ কত দামে পাওয়া যাবে ডাটসন গো? ডাটসন রেডি গো ডি ০.৮ এল- দাম ২ লক্ষ ৭৯ হাজার ৬৫০ ডাটসন রেডি গো এ ইপিএস ০.৮ এল- দাম- ৩ লক্ষ ৩৩ হাজার ৪১৯ ডাটসন রেডি গো এস ০.৮ এল-দাম- ৩ লক্ষ ৬২ হাজার ডাটসন রেডি গো এস ১.০ এল- দাম- ৩ লক্ষ ৯০ হাজার ডাটসন রেডি গো এস স্মার্ট ড্রাইভ অটো- দাম- ৪ লক্ষ ৩৭ হাজার ৬৫

First published: July 19, 2019, 1:57 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर