হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
সোনার গয়নার উপরে ৯০ শতাংশ লোন নিতে হলে পূরণ করতে হবে এই শর্ত

সোনার গয়নার উপরে ৯০ শতাংশ লোন নিতে হলে পূরণ করতে হবে এই শর্ত

বর্তমানে সোনার দাম প্রায় আকাশছোঁয়া ৷ কিন্তু ভবিষ্যতে সোনার দাম পড়লে ঋণদাতার কাছে রাখা সোনার মূল্যের লোনের অ্যামাউন্ট থেকে কম হয়ে যেতে পারে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: করোনাকালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীদের কথা মাথায় রেখে সোনার গয়নার উপরে লোন ভ্যালু বৃদ্ধি করার ঘোষণা করেছে ৷ আরবিআই-এর গর্ভনর শক্তিকান্ত দাস জানিয়েছেন, এখনও যে কোনও ব্যক্তি দরকারে বাড়িতে বা ব্যাঙ্কে রাখা গয়নার দামের ৯০ শতাংশ লোন হিসেবে নিতে পারবেন ৷ নতুন নিয়ম ৩১ মার্চ ২০২১ পর্যন্ত লাগু থাকবে ৷ এর আগে অবশ্য সোনার গয়না সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত লোন নেওয়া যেত ৷ তবে নতুন নিয়মে ৯০ শতাংশ পর্যন্ত লোন নেওয়ার জন্য সাধারণ মানুষকে কিছু শর্ত মেনে চলতে হবে ৷

গোল্ড লোনে ব্যাঙ্ক ও নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স সংস্থার কাছে সিকিউরিটি হিসেবে সোনার গয়না বা বুলিয়ন বন্দক থাকার কারণে রিস্ক কম থাকে ৷ ফলে গোল্ড লোনের জন্য সিবিল স্কোর (CIBIL Score) দারুণ হওয়ার দরকার পড়ে না ৷ তবে এখন আরবিআই-এর লোন ও সোনার দামের হিসেবে Loan to Value Ratio - LTV বৃদ্ধির জেরে সিবিল স্কোরের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ৷ আরবিআই-এর সিদ্ধান্তের জেরে ব্যাঙ্ক ও এনবিএফসি-র চিন্তা বেড়ে গিয়েছে ৷ বর্তমানে সোনার দাম প্রায় আকাশছোঁয়া ৷ কিন্তু ভবিষ্যতে সোনার দাম পড়লে ঋণদাতার কাছে রাখা সোনার মূল্যের লোনের অ্যামাউন্ট থেকে কম হয়ে যেতে পারে ৷

সে ক্ষেত্রে ব্যাঙ্ক ও এনবিএফসি-র লোনের পুরো টাকা ফেরত নেওয়া সমস্যা হতে পারে ৷ তাদের কাছে গ্যারান্টি হিসেবে কেবল ১০ শতাংশ সোনা থেকে যাবে ৷ ফলে গোল্ড লোনের ক্ষেত্রেও এবার সিভিল স্কোর গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ আরবিআই সোনার উপর লোন ৯০ শতাংশ পর্যন্ত করে দিলেও ব্যাঙ্ক এখন ৯০ শতাংশ পর্যন্ত লোন দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা বজায় রাখতে চলেছে ৷ ফলে যাদের সিবিল স্কোর ভাল নয় তাদের ক্ষেত্রে ৯০ শতাংশ পর্যন্ত লোন পাওয়া প্রায় অসম্ভব ৷

সিভিল স্কোরের পাশাপাশি লোন নেওয়ার কারণও গুরুত্বপূর্ণ ৷ এর উপরও নির্ভর করবে ব্যাঙ্ক কত শতাংশ লোন দেবে ৷ গ্রাহক যদি সার্ভিস সেক্টর, ফুড সার্ভিস, নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে সংস্থা ৯০ শতাংশ পর্যন্ত লোন দিতে পারে ৷ কিন্তু যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসার সঙ্গে যুক্ত যা করোনা জেরে সবচেয়ে বেশি প্রভাবিত সে ক্ষেত্রে ৯০ শতাংশ পর্যন্ত লোন পাওয়া মুশকিল ৷ লোন দেওয়ার আগে গ্রাহকের ঋণ ফেরত দেওয়ার ক্ষমতা আছে কিনা তা খতিয়ে দেখে নেওয়া অত্যন্ত জরুরি ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Gold Loan