#নয়াদিল্লি: করোনাকালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীদের কথা মাথায় রেখে সোনার গয়নার উপরে লোন ভ্যালু বৃদ্ধি করার ঘোষণা করেছে ৷ আরবিআই-এর গর্ভনর শক্তিকান্ত দাস জানিয়েছেন, এখনও যে কোনও ব্যক্তি দরকারে বাড়িতে বা ব্যাঙ্কে রাখা গয়নার দামের ৯০ শতাংশ লোন হিসেবে নিতে পারবেন ৷ নতুন নিয়ম ৩১ মার্চ ২০২১ পর্যন্ত লাগু থাকবে ৷ এর আগে অবশ্য সোনার গয়না সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত লোন নেওয়া যেত ৷ তবে নতুন নিয়মে ৯০ শতাংশ পর্যন্ত লোন নেওয়ার জন্য সাধারণ মানুষকে কিছু শর্ত মেনে চলতে হবে ৷
গোল্ড লোনে ব্যাঙ্ক ও নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স সংস্থার কাছে সিকিউরিটি হিসেবে সোনার গয়না বা বুলিয়ন বন্দক থাকার কারণে রিস্ক কম থাকে ৷ ফলে গোল্ড লোনের জন্য সিবিল স্কোর (CIBIL Score) দারুণ হওয়ার দরকার পড়ে না ৷ তবে এখন আরবিআই-এর লোন ও সোনার দামের হিসেবে Loan to Value Ratio - LTV বৃদ্ধির জেরে সিবিল স্কোরের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ৷ আরবিআই-এর সিদ্ধান্তের জেরে ব্যাঙ্ক ও এনবিএফসি-র চিন্তা বেড়ে গিয়েছে ৷ বর্তমানে সোনার দাম প্রায় আকাশছোঁয়া ৷ কিন্তু ভবিষ্যতে সোনার দাম পড়লে ঋণদাতার কাছে রাখা সোনার মূল্যের লোনের অ্যামাউন্ট থেকে কম হয়ে যেতে পারে ৷
সে ক্ষেত্রে ব্যাঙ্ক ও এনবিএফসি-র লোনের পুরো টাকা ফেরত নেওয়া সমস্যা হতে পারে ৷ তাদের কাছে গ্যারান্টি হিসেবে কেবল ১০ শতাংশ সোনা থেকে যাবে ৷ ফলে গোল্ড লোনের ক্ষেত্রেও এবার সিভিল স্কোর গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ আরবিআই সোনার উপর লোন ৯০ শতাংশ পর্যন্ত করে দিলেও ব্যাঙ্ক এখন ৯০ শতাংশ পর্যন্ত লোন দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা বজায় রাখতে চলেছে ৷ ফলে যাদের সিবিল স্কোর ভাল নয় তাদের ক্ষেত্রে ৯০ শতাংশ পর্যন্ত লোন পাওয়া প্রায় অসম্ভব ৷
সিভিল স্কোরের পাশাপাশি লোন নেওয়ার কারণও গুরুত্বপূর্ণ ৷ এর উপরও নির্ভর করবে ব্যাঙ্ক কত শতাংশ লোন দেবে ৷ গ্রাহক যদি সার্ভিস সেক্টর, ফুড সার্ভিস, নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে সংস্থা ৯০ শতাংশ পর্যন্ত লোন দিতে পারে ৷ কিন্তু যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসার সঙ্গে যুক্ত যা করোনা জেরে সবচেয়ে বেশি প্রভাবিত সে ক্ষেত্রে ৯০ শতাংশ পর্যন্ত লোন পাওয়া মুশকিল ৷ লোন দেওয়ার আগে গ্রাহকের ঋণ ফেরত দেওয়ার ক্ষমতা আছে কিনা তা খতিয়ে দেখে নেওয়া অত্যন্ত জরুরি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gold Loan