Union Budget 2019: আয়কর ছাড়ের সীমা দ্বিগুণ করা হোক, অর্থমন্ত্রকে প্রস্তাব CII-এর

প্রাক-বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রকে CII-এর দাবি, আয়কর আইনে ৮০সি ধারায় ডিডাকশন লিমিট বাড়াক অর্থমন্ত্রক৷ এছাড়া উচ্চ আয়ের ক্ষেত্রে ব্যক্তিগত আয়কর স্ল্যাব ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হোক৷

News18 Bangla
Updated:Jan 09, 2019 06:54 PM IST
Union Budget 2019: আয়কর ছাড়ের সীমা দ্বিগুণ করা হোক, অর্থমন্ত্রকে প্রস্তাব CII-এর
ছবিটি প্রতীকী ও সংগৃহীত
News18 Bangla
Updated:Jan 09, 2019 06:54 PM IST

#নয়াদিল্লি: আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করে দেওয়ার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আবেদন জানালো বণিক সভা CII৷ একই সঙ্গে তাত্‍‌পর্যপূর্ণ ভাবে ৮০সি ধারায় ডিডাকশন লিমিট বাড়ানোরও দাবি জানিয়েছে শিল্প ও বণিক সভা৷ CII-এর দাবি, আয়করের ঊর্ধ্বসীমা ২.৫০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হোক৷

সংবাদ সংস্থা পিটিআই-এর খবর, প্রাক-বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রকে CII-এর প্রস্তাব, আয়কর আইনে ৮০সি ধারায় ডিডাকশন লিমিট বাড়াক অর্থমন্ত্রক৷ এছাড়া উচ্চ আয়ের ক্ষেত্রে ব্যক্তিগত আয়কর স্ল্যাব ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হোক৷ এবং চিকিত্‍‌সা খরচ ও পরিবহণ অ্যালাওয়েন্সে ছাড়েরও দাবি করা হয়েছে CII-এর প্রাক-বাজেট প্রস্তাবে৷

বর্তমানে আয়করের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা বার্ষিক আয়ে ২.৫০ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় রয়েছে৷ ২.৫০ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা আয়ের নাগরিকদের আয়কর দিতে হয় ৫ শতাংশ, ৫ থেকে ১০ লক্ষ টাকার আয়ে আয়কর ২০ শতাংশ ও ১০ লক্ষ টাকার বেশি আয়ে আয়কর ২০ শতাংশ কর দিতে হয়৷ ১০ লক্ষ টাকার বেশি আয়ে ৩০ শতাংশ৷

CII-এর প্রস্তাব, ৫ লক্ষ টাকার কম আয়ের ব্যক্তিদের আয়করের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হোক৷ ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা বার্ষিক আয়ের ব্যক্তিদের আয়করের ঊর্ধ্বসীমা ১০ শতাংশ করা হোক৷ ১০ থেকে ২০ লক্ষ টাকা আয়ের ব্যক্তিদের ক্ষেত্রে ২০ শতাংশ করা হোক৷ ২০ লক্ষ টাকার বেশি আয়ের ব্যক্তিদের ২৫ শতাংশ করা হোক৷

First published: 06:48:16 PM Jan 09, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर