#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির (Prime Minister Kisan Samman Nidhi) সুবিধাভোগীরা এখনও পর্যন্ত ১১টি কিস্তির টাকা পেয়ে গিয়েছেন ৷ এবার পিএম কিষান যোজনার ১২ তম কিস্তির টাকা কেবল সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে আসবে যাঁরা কেওয়াইসি করিয়েছেন ৷ পিএম কিষান যোজনার জন্য ই-কেওয়াইসি করানো বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে সরকার ৷ কেওয়াইসি করানোর শেষ তারিখ ৩১ জুলাই করা হয়েছে ৷ বাড়িতে বসে সহজেই স্মার্টফোনের মাধ্যমে ই-কেওয়াইসি করাতে পারবেন ৷ এর পাশাপাশি নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়েও এই কাজটি করাতে পারবেন ৷
আরও পড়ুন: ঘনাচ্ছে আশঙ্কার মেঘ, খোলার সঙ্গে সঙ্গেই বড়সড় পতন ভারতীয় শেয়ার বাজারে!পিএম কিষান যোজনায় কৃষকদের বছরে ৬০০০ টাকা আর্থিক সাহায্য করে থাকে সরকার ৷ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়ে থাকে ৷ ১১তম কিস্তির টাকা ৩১ মে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে ৷ দেশের প্রায় ১০ কোটির বেশি কৃষকরা এই যোজনার সুবিধা পাচ্ছেন ৷
আরও পড়ুন: ১৪৩ ট্রেন আজ বাতিল করে দিল ভারতীয় রেল, এখনই দেখে নিন পুরো তালিকা!কীভাবে করবেন ই-কেওয়াইসি -
বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে পিএম কিষানের জন্য ই-কেওয়াইসি সহজেই করতে পারবেন ৷ এর জন্য অবশ্য মোবাইল নম্বর আধার নম্বরের সঙ্গে লিঙ্কড থাকতে হবে ৷ কারণ রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে আসবে ওটিপি ৷
আরও পড়ুন: জারি হয়ে গিয়েছে পেট্রোল ও ডিজেলের নতুন দাম, চেক করে নিন আপনার শহরে তেলের দামনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।