#নয়াদিল্লি: কেন্দ্র সরকারের এক দেশ এক রেশন কার্ড যোজনা পয়লা জুন থেকে ১৭ রাজ্যে লাগু করা হয়ে গিয়েছে ৷ কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান ট্যুইট করে জানিয়েছেন, দেশের নাগরিকরা দেশের যে কোনও প্রান্ত থেকে রেশন দোকান থেকে রেশন নিতে পারবেন ৷ এর জন্য এক রাষ্ট্র এক রেশন কার্ডের মাধ্যমে এই সুবিধা মিলবে ৷ ১৪ রাজ্যে এই যোজনা এখনও লাগু করা হয়নি ৷ তবে শীঘ্রই তা শুরু করার প্রস্তুতি চলছে ৷ দেশের যে কোনও রেশন ডিলার থেকে নাগরিকরা রেশন তুলতে পারবেন৷ না তো পুরনো রেশন কার্ড সারেন্ডার করতে হবে, আর না নতুন জায়গায় গিয়ে নতুন রেশন কার্ড তৈরি করতে হবে ৷
এই যোজনা এখনও পর্যন্ত অন্ধ্রপ্রদেশ, গোয়া, গুজরাত, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, তেলঙ্গনা, ত্রিপুরা, বিহার, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হিমাচলপ্রদেশ, দমন ও দিউয়ে চালু হয়ে গিয়েছে ৷
এবার শীঘ্রই ওড়িশা, নাগাল্যান্ড মিজোরামে চালু করা হবে ৷ পাশাপাশি ১ অগাস্ট ২০২০ থেকে উত্তরাখণ্ড, সিকিম ও মণিপুরেও লাগু হবে এক রাষ্ট্র এক পেনশন স্কিম ৷
দিল্লিতে এই যোজনার জেরে পিডিএস দোকানে e-PoS মেশিন লাগানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, আর ১০০ শতাংশ আধার সিডিং হয়ে গিয়েছে ৷ ১ অক্টোবর থেকে স্কিম লাগু করা হতে পারে ৷ লাদাখে কাজ অন্তিম পর্যায়ে রয়েছে ৷ ১০০% e-PoS মেশিন লাগু করে হয়েছে ও ৯১ শতাংশ আধার সিডিং হয়ে গিয়েছে ৷ এখানেও ১ অক্টোবর থেকে প্রক্রিয়া শুরু করা হতে পারে ৷ উত্তরাখণ্ডে ৭৭% e-PoS মেশিন লাগানো হয়েছে ও ৯৫% আধার সিডিং হয়েছে ৷ পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ e-PoS মেশিন লাগানো হয়েছে ও ৮০ শতাংশ আধার সিডিং হয়ে গিয়েছে ৷ জানুয়ারি ২০২১ থেকে লাগু করা যেতে পারে যোজনা ৷
आज विडियो कान्फ्रेंसिंग के जरिए #वन_नेशन_वन_राशनकार्ड' योजना में बचे हुए 14 राज्यों के खाद्य मंत्रियों और सचिवों के साथ इसकी तैयारियों की समीक्षा की और इन सभी राज्यों के साथ काम पूरा कर लेने की समय सीमा भी तय की गई। @narendramodi @fooddeptgoi pic.twitter.com/hSUCo1oHsp
— Ram Vilas Paswan (@irvpaswan) June 18, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Modi Government, One Nation One Ration Card, Ration Card