#নয়াদিল্লি: সোনা-রুপোর দামে (Gold-Silver Prices) মঙ্গলবার সামান্য পতন দেখা গিয়েছে ৷ বিশ্ব বাজারে সোনা ও রুপোর দাম কমে যাওয়ায় দেশের বাজারেও তার প্রভাব পড়েছে ৷
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) মঙ্গলবার সকালে সোনার দাম সামান্য বদলের সঙ্গে ট্রেডিং করছে ৷ এপ্রিল ডেলিভারি সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫৩৫৯০ টাকা হয়ে গিয়েছে ৷ সোনালি ধাতুর পাশাপাশি রুপোর দাম ৭০ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ৭০,১০৮ টাকায় ট্রেডিং করছে ৷
আরও পড়ুন: ক্রেডিট কার্ড ব্যবহার করলে কী কী বিশেষ সুবিধা পেতে পারেন জেনে নিন
গ্লোবাল মার্কেটে কমল দাম-
গ্লোবাল মার্কেটে এদিন সোনার দামে সামান্য পতন দেখা গিয়েছে ৷ ডলার কমজোরি হওয়ায় সোনার দাম ২০০০ ডলার প্রতি আউন্সের থেকে কিছুটা নীচে চলে এসেছে ৷ কমোডিটি এক্সচেঞ্জে সোনার বর্তমান দাম প্রায় ০.৫ শতাংশ কমে ১৯৮৬ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে ৷
আরও পড়ুন: আপনার জন্য সেরা হোম লোন স্কিম কোনটি এবং কী কী বিশেষ অফার রয়েছে....
এপ্রিলে ৫৪ হাজার টাকা পেরিয়ে যেতে পারে সোনার দাম
এইচডিএফসি সিকিউরিটিজের তপন পটেল জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধের কারণে আগামী দিনে সোনার দাম বিপুল হারে বাড়তে চলেছে ৷ গ্লোবাল মার্কেটে সোনার দাম ২০০৫ ডলার প্রতি আউন্স পেরিয়ে যেতে পারে ৷ এমসিএক্সে সোনার দাম ৬৪ হাজার টাকা পেরিয়ে যাওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে ৷
আরও পড়ুন: গাড়ির লোন বেছে নেওয়ার সময় কী করা উচিত এবং কোন কাজগুলো করা উচিত নয়?
একদিন আগেই বিপুল দাম বেড়েছিল সোনার
শেয়ার বাজারে ভারী পতনের জেরে সোমবার সোনা ও রুপোর দাম অনেকটাই বেড়ে গিয়েছিল ৷ সোনার বর্তমান দাম যেখানে প্রতি ১০ গ্রামে ১৩০০ টাকা বেড়ে গিয়েছিল, রুপোর দাম সেখানে প্রতি কিলোতে বেড়েছিল ১৯১০ টাকা ৷ রুশ ও ইউক্রেনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আগামী দিনে কমতে পারে সোনার দাম বলে অনুমান করা হচ্ছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gold and Silver Price, Today Gold Price in Kolkata, Today Gold Rate in Kolkata