#নয়াদিল্লি: গত কয়েকদিনে লাগাতার দাম বৃদ্ধির জেরে পেট্রোল ও ডিজেলের দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে ৷ বিভিন্ন শহরে ১২০ টাকার আসপাশে পৌঁছে গিয়েছে তেলের দাম ৷ সেঞ্চুরির পথে এবার ডিজেলও ৷ তবে তারই মধ্যে বৃহস্পতিবার নিয়ে এল কিছুটা স্বস্তির বার্তা ৷ এদিন সরকারি তেল সংস্থাগুলির তরফে পেট্রোল ও ডিজেলের দাম স্থির রাখা হয়েছে ৷
আরও পড়ুন: ১ লাখ টাকা থেকে বেড়ে ৭.৫ লাখ, রাতারাতি বড়লোক বিনিয়োগকারীরা!
২২ মার্চের পর থেকে এখনও পর্যন্ত ১৪ বার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে ৷ তেলের দাম প্রায় ১০ টাকা বাড়ানো হয়েছে ৷ ৪ নভেম্বর ২০২১ এর পর প্রায় চার মাস জ্বালানির দাম স্থির রাখা হয়েছিল ৷ এই চার মাস সময়ে গ্লোবাল মার্কেটে অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারের বেশি প্রতি ব্যারেল হয়ে গিয়েছে ৷ অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির জেরে চাপ বাড়তে থাকায় বর্তমানে লাগাতার দাম বাড়াচ্ছে সরকারি তেল সংস্থাগুলি ৷
বৃহস্পতিবার দাম স্থির থাকায় দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা হয়েছে ৷ স্থানীয় ট্যাক্সের জেরে মহারাষ্ট্রের পরভনীতে পেট্রোলের দাম ১.৫০ টাকা বাড়িয়ে ১২৩.৫৩ টাকা প্রতি লিটার হয়ে গিয়েছে যা দেশের মধ্যে সবচেয়ে বেশি ৷
আরও পড়ুন: HDFC ব্যাঙ্ক ও HDFC লিমিটেডের একত্রীকরণ, মিউচুয়াল ফান্ডে সমস্যা হবে না তো?
চার মহানগরে পেট্রোল-ডিজেলের দাম
অন্যান্য শহরে পেট্রোল- ডিজেলের দাম
দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
আরও পড়ুন: মাত্র ৫ হাজার টাকায় শুরু করা যায় এই ব্যবসা, মাসে আয় হতে পারে ৩০ হাজার টাকা!
প্রতিদিন সকাল ৬টায় দেশের সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Petrol And Diesel Price, Petrol and Diesel Price In Kolkata