#নয়াদিল্লি: প্রায় ৩১ দিন পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত থাকার পর বৃহস্পতিবার নিয়ে লাগাতার দ্বিতীয় দিন সরকারি তেল সংস্থাগুলি দাম কমাল ডিজেলের ৷ ইন্ডিয়ান অয়েল ওয়েবসাইট অনুযায়ী, এদিন সকালে ডিজেলের দাম বদল করা হয়েছে ৷ তবে পেট্রোলের দামে কোনও বদল করা হয়নি ৷ এদিন দিল্লিতে পেট্রোলের দাম ১০১.৮৪ টাকা প্রতি লিটারে স্থির রয়েছে ৷ অন্যদিকে, ডিজেলের দাম কমে ৮৯.৪৭ টাকা হয়ে গিয়েছে ৷
পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন সকাল ৬টায় জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ এর আগে শেষ বার ১৭ জুলাই পেট্রোলের দাম ৩০ পয়সা বৃদ্ধি করা হয়েছিল ৷ এরপর থেকে প্রায় এক মাস অপরিবর্তিত রাখা হয়েছে পেট্রোলের দাম ৷
দেশের প্রায় ১৯টি রাজ্যে পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷ এই লিস্টে রয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গনা, কর্নাটক, ওড়িশা, জম্মু-কাশ্মীর ও লাদাখ সামিল রয়েছে ৷ এর পাশাপাশি মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, কলকাতা ও দিল্লিতে ১০০ টাকা পেরিয়ে গিয়েছে পেট্রোলের দাম ৷
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম
>> দিল্লি- পেট্রোল ১০১.৮৪ টাকা, ডিজেল ৮৯.৪৭ টাকা
>> মুম্বই- পেট্রোল ১০৭.৮৩ টাকা, ডিজেল ৯৭.০৪ টাকা>> চেন্নাই- পেট্রোল ৯৯.৪৭ টাকা, ডিজেল ৯৪.০২ টাকা>> কলকাতা- পেট্রোল ১০২.০৮ টাকা, ডিজেল ৯২.৫৭ টাকাপেট্রোল ও ডিজেলের দাম তেল সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও জানতে পারবেন ৷ এর জন্য RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fuel price, IOC