#নয়াদিল্লি: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি হতে শুরু করেছে ৷ একদিকে করোনা পরিস্থিতি অন্যদিকে মূল্যবৃদ্ধি ৷ দুই মিলিয়ে নাজেহাল অবস্থা সাধারণের ৷ তার উপর আবার তেলের দাম বাড়তে থাকায় কপালে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের ৷ দিল্লিতে এদিন পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ২৫ পয়সা ৷ ২৯ দিন পেট্রোল ও ডিজেলের দাম স্থির থাকার পর ৬ ও ৭ জানুয়ারি তেলের দাম বেড়েছিল ৷
দেখে নিন কোন শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম
দিল্লি- পেট্রোল ৮৪.৭০ টাকা, ডিজেল ৭৪.৮৮ টাকা
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি৷ এর উপর এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় গ্রাহকদের ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে পেট্রোল ও ডিজেলের দাম ৷
দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের রেট আপনি এসএমএস-এর মাধ্যমেও জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল গ্রাহকরা RSP লিখে 9223112222 নম্বরে মেসেজ পাঠিয়ে দাম জানতে পারবেন ৷ এইচপিসিএল গ্রাহকরা HPPrice লিখে 9222201122 মেসেজ পাঠিয়ে তেলের দাম জানতে পারবেন ৷