#নয়াদিল্লি: মঙ্গলবার নিয়ে লাগাতার পঞ্চম দিন পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন করা হয়নি ৷ গত সপ্তাহে বৃহস্পতিবার পেট্রোল ও ডিজেলের দাম কমানো হয় ৷ এরপর তেল সংস্থারগুলির পর তেলের দামে কোনও বদল করা হয়নি ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী ৷ এর প্রভাব কিছুটা হলেও দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দামের উপরে পড়েছে ৷
গত মাসে পেট্রোল ও ডিজেলের দাম তিনবার বদল করা হয়েছে ৷ তিনদিনে পেট্রোলের দাম প্রতি লিটারে ৬০ পয়সা ও ডিজেলের দাম ৬১ পয়সা কমানো হয়েছে ৷
দেখে নিন কোন শহরে কত পেট্রোল ও ডিজেলের দাম
নয়ডা- পেট্রোল ৮৮.৭৯ টাকা, ডিজেল ৮১.১৯ টাকাবেঙ্গালুরু- পেট্রোল ৯৩.৪৩ টাকা, ডিজেল ৮৫.৬০ টাকা
ভোপাল- পেট্রোল ৯৮.৪১ টাকা, ডিজেল ৮৮.৯৮ টাকাচন্ডীগড়- পেট্রোল ৮৬.৯৯ টাকা, ডিজেল ৮০.৪৩ টাকাপটনা- পেট্রোল ৯২.৭৪ টাকা, ডিজেল ৮৫.৯৭ টাকালখনউ- পেট্রোল ৮৮.৭২, ডিজেল ৮১.১৩ টাকাপ্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে নির্ধারিত করা হয় পেট্রোল ও ডিজেলের দাম ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Diesel Price, Petrol price