#নয়াদিল্লি: মঙ্গলবার ফের সোনা ও রুপোর দাম বাড়তে দেখা গিয়েছে ৷ তবে গত কয়েকদিনের তুলনায় দাম বেড়েছে সামান্য ৷ আন্তর্জাতিক বাজারে লাগাতার সোনালি ধাতুর দাম উর্ধ্বমুখী যার প্রভাব দেশের বাজারেও পড়তে দেখা গিয়েছে ৷
সোমবার দিল্লির সরাফা বাজারে সোনার দাম ৩৯ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৪৯৬১০ টাকা হয়েছে ৷ এই নিয়ে লাগাতার তিনদিন দাম বাড়ল সোনার ৷ আন্তর্জাতিক বাজারে এদিন সোনার দাম ১৮৮৩ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে ৷
রুপোর দামও সামান্য বেড়েছে ৷ রুপো কেবল ৩৬ টাকা বেড়ে ৬৮১৫৬ টাকা প্রতি কিলোগ্রাম হয়ে গিয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে রুপোর দাম ২৬.২৬ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে ৷
এইচডিএফসি সিকিউরিটিজের সিনিয়র অ্যানালিস্ট তপন পটেল জানিয়েছেন, এদিন ডলারের তুলনায় টাকার মূল্য ১১ পয়সা বেড়েছে ৷ এর প্রভাব সোনার উপরে পড়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gold Prices