#নয়াদিল্লি: করোনা ভাইরাসের মহামারীর জেরে সকলকেই একটি অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে ৷ এর মাঝে যদি আপনার টাকার দরকার পড়ে চিন্তা করবেন না ৷ কারণ দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে গ্রাহকরা বাড়িতে বসেই লোন পেয়ে যাবেন ৷ বাড়িতে বসে অনলাইন প্রি-অ্যাপ্রুভড পার্সোনাল লোন নিতে পারবেন ৷ এর জন্য ৪টি সহজ ধাপ মেনে চলতে হবে ৷ আপনার প্রয়োজন অনুযায়ী এই লোন পাওয়ার সুবিধা দিন-রাত অর্থাৎ 24X7 রয়েছে ৷ SBI এর YONO অ্যাপের মাধ্যমে মাত্র ৪টি ক্লিকে গ্রাহকরা এই লোন পেতে পারবেন ৷
স্টেট ব্যাঙ্ক ট্যুইট করে জানিয়েছেন, লোনের জন্য আবেদন করার যোগ্যতার বিষয়ে মেসেজ করে জানতে পারবেন গ্রাহকরা ৷ এর জন্য রেজিষ্টার্ড মোবাইল নম্বর থেকে PAPL<space><last 4 digits of Account No.> 567676 নম্বরে পাঠাতে হবে ৷ বর্তমানে ব্যাঙ্ক লোন আগে থেকে নির্ধারিত করা কয়েকটি প্যারামিটারের ভিত্তিতে গ্রাহকদের দেওয়া হয়ে থাকে ৷
এই লোনের প্রাইসিং ফি বেশ অনেকটাই কম ৷ এছাড়া লোন নেওয়ার জন্য লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে না ৷ ইনস্ট্যান্ট লোন প্রোসেসিংয়ের সুবিধা রয়েছে ৷ এর পাশাপাশি এই লোনের জন্য কোনও ফিজিক্যাল ডকুমেন্টের দরকার পড়বে না ৷
আবেদন করার জন্য প্রথমে YONO অ্যাপে লগইন করুন ৷ এরপর Avail Now অপশনে ক্লিক করে লোনের সময়সীমা ও টাকার অ্যামাউন্ট সিলেক্ট করুন ৷ এরপর আপনার মোবাইল নম্বরে আসা ওটিপি দিলেই অ্যাকাউন্টে চলে আসবে টাকা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।