হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
টাকার দরকার? চিন্তা নেই! বাড়িতে বসেই স্টেট ব্যাঙ্ক থেকে পেয়ে যাবেন লোন ....

টাকার দরকার? চিন্তা নেই! বাড়িতে বসেই স্টেট ব্যাঙ্ক থেকে পেয়ে যাবেন লোন ....

দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে গ্রাহকরা বাড়িতে বসেই লোন পেয়ে যাবেন ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: করোনা ভাইরাসের মহামারীর জেরে সকলকেই একটি অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে ৷ এর মাঝে যদি আপনার টাকার দরকার পড়ে চিন্তা করবেন না ৷ কারণ দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে গ্রাহকরা বাড়িতে বসেই লোন পেয়ে যাবেন ৷ বাড়িতে বসে অনলাইন প্রি-অ্যাপ্রুভড পার্সোনাল লোন নিতে পারবেন ৷ এর জন্য ৪টি সহজ ধাপ মেনে চলতে হবে ৷ আপনার প্রয়োজন অনুযায়ী এই লোন পাওয়ার সুবিধা দিন-রাত অর্থাৎ 24X7 রয়েছে ৷ SBI এর YONO অ্যাপের মাধ্যমে মাত্র ৪টি ক্লিকে গ্রাহকরা এই লোন পেতে পারবেন ৷

স্টেট ব্যাঙ্ক ট্যুইট করে জানিয়েছেন, লোনের জন্য আবেদন করার যোগ্যতার বিষয়ে মেসেজ করে জানতে পারবেন গ্রাহকরা ৷ এর জন্য রেজিষ্টার্ড মোবাইল নম্বর থেকে PAPL<space><last 4 digits of Account No.> 567676 নম্বরে পাঠাতে হবে ৷ বর্তমানে ব্যাঙ্ক লোন আগে থেকে নির্ধারিত করা কয়েকটি প্যারামিটারের ভিত্তিতে গ্রাহকদের দেওয়া হয়ে থাকে ৷

এই লোনের প্রাইসিং ফি বেশ অনেকটাই কম ৷ এছাড়া লোন নেওয়ার জন্য লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে না ৷ ইনস্ট্যান্ট লোন প্রোসেসিংয়ের সুবিধা রয়েছে ৷ এর পাশাপাশি এই লোনের জন্য কোনও ফিজিক্যাল ডকুমেন্টের দরকার পড়বে না ৷

আবেদন করার জন্য প্রথমে YONO অ্যাপে লগইন করুন ৷ এরপর Avail Now অপশনে ক্লিক করে লোনের সময়সীমা ও টাকার অ্যামাউন্ট সিলেক্ট করুন ৷ এরপর আপনার মোবাইল নম্বরে আসা ওটিপি দিলেই অ্যাকাউন্টে চলে আসবে টাকা ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Personal Loans, Pre Approved Personal Loan, SBI