#নয়াদিল্লি: বৃহস্পতিবারও অপরিবর্তিত রাখা হল পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-Diesel Price Today) ৷ এদিনও জ্বালানির দামে কোনও বদল করা হয়নি ৷ আজকের জারি দাম অনুযায়ী, দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের দাম ৯৫.৪১ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা ৷
আরও পড়ুন: মুদ্রাস্ফীতির খতিয়ান; নভেম্বরে হোলসেল প্রাইস ইনডেক্স ১২.৫৪ শতাংশ থেকে বেড়ে ১৪.২ শতাংশে পৌঁছে গিয়েছে!
শীঘ্রই আরও সস্তা হতে পারে পেট্রোল ও ডিজেল-
পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি কম করার জন্য নতুন প্ল্যান তৈরি করছে সরকার ৷ দীপাবলির আগে কেন্দ্রের তরফে পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি কমানোর ঘোষণা করেছিল ৷ এরপর থেকে এখনও পর্যন্ত স্থির রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম ৷
আরও পড়ুন: ২০২২-এর বাজেটে কারা রয়েছেন অর্থমন্ত্রীর টিমে, দেখে নিন এক নজরে!
দেখে নিন বিভিন্ন শহরে এদিন পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-Diesel price today)
এই ভাবে চেক করে নিন বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম
দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
আরও পড়ুন: ১ বছরে ২২ টাকার শেয়ার হয়েছে ৩৫৪ টাকা; ১ লাখ টাকা হয়ে গিয়েছে ১৬ লাখ টাকার বেশি!
এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Petrol And Diesel Price