হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
আজ থেকে বদলাল SBI ATM থেকে টাকা তোলার নিয়ম!

আজ থেকে বদলাল SBI ATM থেকে টাকা তোলার নিয়ম!

এসবিআই এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নতুন নিয়ম জারি হল আজ থেকে ৷ জেনে নিন বিস্তারিত....

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: রাতের সময় এটিএম ফ্রড থেকে গ্রাহকদের সুরক্ষিত রাখার জন্য দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পয়লা জানুয়ারি ২০২০ থেকে নিয়ে এসেছিল নতুন পরিষেবা ৷ SBI OTP Based ATM Withdrawal সুবিধা চালু করেছিল গ্রাহকদের জন্য ৷ এই নিয়ম অনুযায়ী, রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত এসবিআই এটিএম থেকে ১০,০০০ এর বেশি টাকা তোলার জন্য ওটিপির দরকার পড়বে ৷ এবার ১৫ সেপ্টেম্বর থেকে দেশের সমস্ত এসবিআই এটিএম থেকে দিনের যে কোনও সময় ১০,০০০ টাকার বেশি তুললে লাগবে ওটিপি ৷

এবার থেকে 24x7 এসবিআই এটিএম থেকে ১০ হাজার টাকার বেশি তুললে দিতে হবে ওটিপি ৷ এর জেরে কার্ড স্কিমিং, কার্ড ক্লোনিং থেকে সুরক্ষিত থাকবেন গ্রাহকরা ৷ তবে অন্য ব্যাঙ্কের এটিএমে এই সুবিধা মিলবে না ৷

কীভাবে কাজ করবে এই সুবিধা?>>এবার এসবিআই এটিএম থেকে টাকা তোলার জন্য গ্রাহকদের পিন নম্বরের সঙ্গে ওটিপি দিতে হবে ৷

>>স্টেট ব্যাঙ্কে রেজিস্টার্ড মোবাইল নম্বরে এই ওটিপি চলে আসবে ৷

>> কেবল ১০ হাজার টাকার বেশি তুললে এই ওটিপি দিতে হবে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: State Bank Of India