#নয়াদিল্লি: রেশন কার্ড (Ration Card) সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য! সম্প্রতি দিল্লি সরকারের তরফে রেশন কার্ডের (Ration Card new rule) নিয়মে বড় বদল করা হয়েছে ৷ কেন্দ্র সরকারের তরফে রেশন কার্ড হোল্ডারদের একাধিক সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ নতুন নিয়ম অনুযায়ী, এবার দোকানে না গিয়েও রেশন নিতে পারবেন ৷ দিল্লি সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, যে ব্যক্তিরা ফ্রি রেশনের সুবিধা পেয়ে থাকেন এবং দোকানে গিয়ে সেটা নিতে পারছেন না তাঁরা এবার বাড়িতে বসেই রেশন পেয়ে যাবেন ৷
নতুন নিয়ম অনুযায়ী, দোকানে গিয়ে যদি কেউ রেশন নিতে না পারেন তাহলে অন্য কোনও ব্যক্তিকে রেশনের দোকানে পাঠিয়ে রেশন তুলতে পারবেন ৷
কেন করা হল এই বদল? দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, শারীরিক অসুস্থতার জেরে বা অন্য কোনও সমস্যার জেরে যদি কোনও ব্যক্তি রেশন নিতে যেতে না পারেন তাহলে তাঁর জায়গায় দ্বিতীয় কোনও ব্যক্তিকে নমিনেট করতে পারবেন এবং তাঁকে পাঠাতে পারবেন ৷
বর্তমানে রেশন নেওয়ার জন্য কার্ড হোল্ডারদের বায়োমেট্রিকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় ৷ এর কারনে আপনার কার্ডে অন্য জনের পক্ষে রেশন তোলা সম্ভব নয় ৷ তবে নতুন নিয়ম অনুযায়ী, আপনি অন্য ব্যক্তিকে পাঠিয়ে রেশন তুলতে পারবেন ৷
কারা পাবেন এই বিশেষ সুবিধা ? এই সুবিধা কেবল তাঁরাই পাবেন যাঁদের বয়স ৬৫ বছরের বেশি বা ১৬ বছরের কম ৷ এছাড়া বিকলাঙ্গ ব্যক্তিরা এই সুবিধা নিতে পারবেন ৷
কীভাবে আপনার বদলে অন্য ব্যক্তি রেশন তুলতে পারবেন ?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ration Card