হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
গ্রাহকদের ৭ রকমের ডেবিট কার্ড দিয়ে থাকে SBI, জেনে নিন বিস্তারিত...

গ্রাহকদের ৭ রকমের ডেবিট কার্ড দিয়ে থাকে SBI, জেনে নিন বিস্তারিত...

এসবিআই গ্লোবাল ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডের মেন্টেনেন্স চার্জ ১৭৫ টাকা ৷ এই কার্ডে টাকা তোলার লিমিট ৪০,০০০ টাকা প্রতিদিন ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য ৭ ধরনের ডেবিট কার্ড জারি করে থাকে ৷ এসবিআই-এর প্রত্যেক ডেবিট কার্ডে এটিএম থেকে টাকা তোলার লিমিট আলাদা আলাদা হয় ৷ ক্লাসিক কার্ডে প্রতিদিন সর্বোচ্চ ২০০০০ টাকা পর্যন্ত তোলা যাবে৷ অন্য দিকে এসবিআই প্ল্যাটিনাম ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা প্রতিদিন এটিএম থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন ৷ স্টেট ব্যাঙ্কের প্রতিটি ডেবিট কার্ডের চার্জ ও টাকা তোলার লিমিট সম্পর্কে জেনে নিন বিস্তারিত ৷

সেভিংস অ্যাকাউন্টে প্রতি মাসে ৮টি লেনদেন বিনা মূল্যে করা যায় ৷ এর বেশি লেনদেন করলে ব্যাঙ্ক গ্রাহকদের থেকে চার্জ নিয়ে থাকে ৷ ক্লাসিক কার্ড জারি করার জন্য কোনও টাকা নেওয়া হয় না ৷ তবে মেন্টেনেন্স চার্জ হিসেবে ব্যাঙ্ক প্রতি বছর গ্রাহকদের থেকে ১২৫ টাকা এবং জিএসটি নিয়ে থাকে ৷ অবশ্য কার্ড বদলানোর জন্য গ্রাহকদের থেকে ৩০০ টাকা নেওয়া হয় ৷ এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা প্রতিদিন ২০০০০ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন ৷ এসবিআই গ্লোবাল ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডের মেন্টেনেন্স চার্জ ১৭৫ টাকা ৷ এই কার্ডে টাকা তোলার লিমিট ৪০,০০০ টাকা প্রতিদিন ৷

স্টেট ব্যাঙ্কের গোল্ড ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড জারি করার জন্য ১০০ টাকা চার্জ নেওয়া হয় ৷ এর বার্ষিক মেন্টেনেন্স চার্জ ১৭৫ টাকা ৷ এই কার্ডের মাধ্যমে দেশে একদিনে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত তোলা যেতে পারে ৷ অন্য দিকে প্ল্যাটিনাম ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডে টাকার তোলার লিমিট একদিনে ১ লক্ষ টাকা ৷ এই কার্ডটি জারি করার জন্য ১০০ টাকা চার্জ নেওয়া হয় ব্যাঙ্কের তরফে ৷ এর মেন্টেনেন্স চার্জও ১৭৫ টাকা ৷ sbiINTOUCH Tap and Go Debit Card এর মেন্টেনেন্স চার্জ বছরে ১৭৫ টাকা ৷ এবং প্রতিদিন এই কার্ডে ৪০,০০০ টাকা পর্যন্ত তোলা যেতে পারে ৷

মুম্বইয়ের জন্য এসবিআই একটি বিশেষ ডেবিট কার্ড - মুম্বই মেট্রো কম্বো কার্ড জারি করেছে ৷ এই কার্ড জারি করার জন্য ১০০ টাকা চার্জ নেওয়া হয় ৷ এই মেট্রো কার্ডের সঙ্গে ৫০ টাকা পাওয়া যায় ৷ এর বার্ষিক মেন্টেনেন্স চার্জ ১৭৫ টাকা ৷ এই কার্ডে প্রতিদিন এটিএম থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত তোলা যেতে পারে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: SBI Debit Card