#নয়াদিল্লি: কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের ছাতরার এক পিডিএস ডিলারের অভিযোগে ২২ জনের রেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে ৷ রাজ্যের খাদ্য বিভাগ ডিলারের অভিযোগে কোনও তদন্ত না করেই ২২ জন কার্ড হোল্ডারের রেশন কার্ড বাতিল করে দিয়েছে ৷ আধিকারিকের কাছে এই বিষয়ে অভিযোগ জানাতেই তদন্ত শুরু হয় ৷ জানা যায়, এই ২২ জন রেশন ডিলারের বিরুদ্ধে খাদ্যশস্য বিতরণে অনিয়মের অভিযোগ জানিয়েছিল । তার জেরেই ডিলার তার প্রভাব খাটিয়ে ২২ জনের রেশন কার্ড বাতিল করে দিয়েছে ৷
রেশন কার্ড বাতিল করার আগে তদন্ত করা বাধ্যতামূলক ৷ এই ক্ষেত্রেও তদন্ত শুরু হয়েছে ৷ এরপরই কোনও পদক্ষেপ নেওয়া হবে ৷ ডিলারের অভিযোগে কখনই রেশন কার্ড বাতিল করা হবে না ৷ আগে তদন্ত করতেই হবে ৷ ডিলারের যদি মনে হয় কোনও রেশন কার্ড হোল্ডার কার্ড অপব্যবহার করছে তাহল খাদ্য বিভাগে অভিযোগ জানাতে পারবেন ৷ কিন্তু নিজের প্রভাব খাটিয়ে কার্ড বাতিল করতে পারবে না ৷
৩১ মার্চ ২০২১ পর্যন্ত দেশে প্রায় ৮১ কোটির বেশি রেশন কার্ডের সুবিধা পাবেন ৷ সরকারের তরফে চেষ্টা করা হচ্ছে এক দেশ এক রেশন কার্ড চালু করে দেওয়ার সমস্ত রাজ্যে ৷ বর্তমানে ২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই যোজনা ইতিমধ্যেই চালু করে দেওয়া হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ration Card