#নয়াদিল্লি: করোনা ভাইরাসের সংক্রমণের ফলে অনেকেই এখন চাইছেন না বাসে ট্রামে চড়তে। তাই ভাবছেন বাইক কিনবেন। কিন্তু পকেট ফ্রেন্ডলি কোন বাইক কিনলে সুবিধা হবে? দেখে নিন কয়েকটি বাইকের তালিকা
হিরো এইচএফ ডিলাক্স
এই বাইকে রয়েছে ৯৭.২সিসি সিঙ্গল সিলিন্ডার। রয়েছে টেলিস্কোপিক ডাইড্রলিক্স শক অ্যাবসর্ভার। এটির Hf Deluxe Bs6–এর শোরুম ফেরত দাম মাত্রা ৪৬,৮০০ টাকা।
টিভিএস স্পোর্ট
এই বাইকে রয়েছে ১০৯.৭সিসি ইঞ্জিন। এটির সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক ডাইড্রলিক্স সাসপেনশন আর ফাইভ স্টেজ সাসপেনশন পিছনের দিকে। এটির শোরুম ফেরত দাম মাত্রা ৫২,৫০০ টাকা।
বাজাজ CT 100
এই বাইকে রয়েছে ৯৯.২৭সিসি ইঞ্জিন। এটির শোরুম ফেরত দাম মাত্রা ৪০,৭৯৪ টাকা।