নয়াদিল্লি: কোনও ব্যবসা যদি সঠিক পরিকল্পনামাফিক শুরু করা যায় ৷ তাহলে তাতে ক্ষতির সম্ভাবনা তো নেই ৷ বরং লাভই বেশি ৷
ন্যাচরাল প্রডাক্ট এবং ওষুধের বাজার অনেক বড়, আর এই সব জিনিসের চাহিদাও অনেক বেশি ৷ তাহলে মেডিসিনাল প্ল্যান্ট (Medicinal Plants) উৎপাদনের ব্যবসা করলে ক্ষতি তো নেই, বরং লাভই ৷ কারণ এর থেকে মুনাফা পাওয়াটা নিশ্চিত ৷ আর এর জন্য অনেক বড় জমি বা অনেক টাকার প্রয়োজন নেই ৷ আর নিজস্ব জমিরও প্রয়োজন নেই ৷ কারণ আপনি এর জন্য কোনও জমিকে কন্ট্র্যাক্ট হিসেবেও নিতে পারবেন ৷ আজকাল অনেক সংস্থাই চুক্তির ভিত্তিতে ওষুধ প্রস্তুত করার জন্য ফলনের কাজ করছে ৷ আর এই কাজ শুরু করার জন্য আপনাকে মাত্র কিছু হাজার টাকাই খরচ করতে হবে ৷ তারপর আয় হবে লাখ টাকার সমান ৷
এই সব জিনিস উৎপাদন করতে পারবেন
হার্বাল প্ল্যান্টে তুলসি, অ্যালোভেরার মতো জিনিসগুলি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় ৷ তাই এই চাষে সময় লাগে অনেক কম ৷ এর মধ্যে আবার অনেক গাছই ছোট ছোট গামলার মধ্যেও রাখতে পারবেন ৷ আর এই চাষ শুরু করার জন্য আপনার কিছু হাজার টাকাই প্রয়োজন ৷ কিন্তু আপনার আয় হবে লাখে ৷ এখনকার দিনে অনেক ওষুধ প্রস্তুতকারি সংস্থাই রয়েছে, যারা ফসল কেনার জন্য চুক্তি করে ৷ যার মাধ্যমে নিশ্চিত আয় সম্ভব ৷
৩ মাসে ৩ লাখ টাকা আয়
সাধারণত তুলসি গাছ বা পাতা পুজোর কাজে লাগে ৷ কিন্তু এর থেকে ওষুধসামগ্রীও তৈরি হয় ৷ তুলসি অনেক ধরণের হয় ৷ যেখানে ইউজিনোল (Eugenol) এবং মিথাইল সিনামেট (Methyl Cinnamate) থাকে ৷ এটা ব্যবহার করে ক্যান্সারের মতো রোগের চিকিৎসার ওষুধও বানানো হয়ে থাকে ৷ এক হেক্টর জমিতে তুলসি উৎপাদনে খরচ মাত্র ১৫ হাজার টাকা হয় ৷ ৩ মাসের মধ্যে এই ফসল প্রায় ৩ লক্ষ টাকা পর্যন্ত দামে বিক্রি হয়ে যায় ৷ অর্থাৎ তিন মাসের মধ্যেই প্রায় ৩ লক্ষ টাকা আয় সম্ভব ৷ যদি ব্যবসা ঠিকঠাক করা যায় ৷
এই সংস্থাগুলির সাহায্যে করতে পারেন আয়
তুলসি চাষে পতঞ্জলি, ডাবর, বৈদ্যনাথের মতো আয়ুর্বেদ ওষুধ তৈরির সংস্থাগুলি কন্ট্র্যাক্ট ফার্মিং করে থাকে ৷ এই সব সংস্থারা ফসল কেনে ৷ তুলসির বীজ এবং তেলের চাহিদা প্রচুর ৷ প্রতিদিন নতুন নতুন দামে তুলসির তেল এবং বীজ বিক্রি করা হয়ে থাকে ৷
ট্রেনিংয়ের প্রয়োজন রয়েছে
মেডিসিনাল প্ল্যান্টের চাষের জন্য প্রয়োজন হল ভালো ট্রেনিং ৷ যাতে ভবিষ্যতে বোকা না হতে হয় ৷ লখনউয়ের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্টে (CIMAP) এই চাষের জন্য ট্রেনিং দেওয়া হয়ে থাকে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Business Opportunity