হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
চাকরির চিন্তা ছেড়ে আমুলের সঙ্গে শুরু করুন ব্যবসা, প্রতি মাসেই হবে অনেক আয় !

Business Opportunity: চাকরির চিন্তা ছেড়ে আমুলের সঙ্গে শুরু করুন ব্যবসা, প্রতি মাসে হবে লক্ষ লক্ষ টাকা আয় !

Representational Image

Representational Image

Business Idea, Amul Offers Franchise: আমুলের পক্ষ থেকে কোনও রয়্যালটি বা প্রফিট শেয়ারিং ছাড়াই ফ্র্যাঞ্চাইজি দেওয়া হচ্ছে ৷ শুধু তাই নয়, আমুলের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার খরচও খুব বেশি নয় ৷

  • Last Updated :
  • Share this:

নয়াদিল্লি: এমন একটি ব্যবসার কথা (Business Idea) আজ এখানে আলোচনা করা হচ্ছে, যা শুরু করার প্রথম দিন থেকেই দারুণ ইনকাম করা সম্ভব ৷ ডেয়ারি প্রডাক্ট প্রস্তুতকারী সংস্থা আমুলের সঙ্গে ব্যবসা করার দারুণ সুযোগ ৷ কারণ আমুল তাদের ফ্র্যাঞ্চাইজি (Amul franchise) অফার করছে ৷ যার মাধ্যমে কম বিনিয়োগেও প্রতি মাসে ভালো ইনকাম সম্ভব (Earn money) ৷ আমুলের ফ্র্যাঞ্চাইজি নেওয়া যথেষ্ট লাভজনক ৷ এই ব্যবসায় লোকসান না হওয়ার সম্ভাবনাই বেশি ৷

২ লক্ষ টাকায় শুরু করুন ব্যবসা

আমুলের পক্ষ থেকে কোনও রয়্যালটি বা প্রফিট শেয়ারিং ছাড়াই ফ্র্যাঞ্চাইজি দেওয়া হচ্ছে ৷ শুধু তাই নয়, আমুলের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার খরচও খুব বেশি নয় ৷ আপনি ২ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত খরচ করে আপনার ব্যবসা শুরু করতে পারেন ৷ ব্যবসার শুরুতেই দারুণ প্রফিট সম্ভব ৷ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে প্রতি মাসে ৫-১০ লক্ষ টাকার বিক্রি হতে পারে ৷ এটা জায়গার উপরও অনেকটা নির্ভর করে ৷

কীভাবে নেবেন ফ্র্যাঞ্চাইজি

আমুল দু’রকমের ফ্র্যাঞ্চাইজি অফার করে ৷ প্রথমটা হল রেলের আমুল পার্লার বা আমুল কিয়স্কের ফ্র্যাঞ্চাইজি এবং দ্বিতীয়টা আমুলের আইসক্রিম স্কুপিং পার্লারের ফ্র্যাঞ্চাইজি ৷ যদি আপনি প্রথমটায় বিনিয়োগ করতে চান ৷ তাহলে আপনাকে ২ লক্ষ টাকার বিনিয়োগ করতে হবে ৷ আবার যদি আপনার দ্বিতীয় ধরণের ফ্র্যাঞ্চাইজি নিতে হয়, তাহলে আপনাকে ৫ লক্ষ টাকার বিনিয়োগ করতে হবে ৷ এখানে নন রিফান্ডেবল ব্র্যান্ড সিকিউরিটি হিসেবে ২৫ থেকে ৫০ হাজার টাকা দিতে হবে ৷

কমিশন কতটা পাওয়া যায়

আমুলের আউটলেট নিলে সংস্থা আমুল প্রডাক্টের ন্যূনতম বিক্রিতে প্রাইস বা এমআরপি-তে কমিশন দিয়ে থাকে ৷ এতে একটি মিল্ক পাউচে ২.৫ শতাংশ, মিল্ক প্রডাক্টে ১০ শতাংশ এবং আইসক্রিমে ২০ শতাংশ কমিশন পাওয়া যায় ৷ আমুল আইসক্রিম স্কুপিং পার্লারের ফ্র্যাঞ্চাইজি নিয়ে প্রতি রেসিপি বেসড আইসক্রিম, শেক, পিৎজা, স্যান্ডউইচ, হট চকোলেটে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন পাওয়া যায় ৷ প্রি প্যাকড আইসক্রিমে ২০ শতাংশ এবং আমুল প্রডাক্টে কোম্পানি ১০ শতাংশ পর্যন্ত কমিশন দেয় ৷

কীভাবে আবেদন করবেন

যদি আপনি ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য আবেদন করতে চান, তাহলে retail@amul.coop-এ ই-মেল করে জানাতে হবে ৷ এর পাশাপাশি এই সংক্রান্ত বিশদে জানতে http://amul.com/m/amul-scooping-parlours লিঙ্কে দেখতে পারেন ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Business idea