#নয়াদিল্লি: সেই কবে চার্লস ডারউইন বলেছিলেন, ‘সারভাইভাল অফ দ্য ফিটেস্ট’। অর্থাৎ যোগ্যতমের উদ্বর্তন। এক কথায় এটাই যেন ভারতের বাজেট বিবর্তনের প্রাণ কথা। ব্রিফকেস থেকে বহি খাতা, সেখান থেকে লাল শালু মোড়া ট্যাবলেট। সেই শালু আবার সিদ্ধি বিনায়ক এবং মহালক্ষ্মী মন্দিরে নিয়ে গিয়ে পুজো দিয়ে এসেছিলেন খোদ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এ যেন ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে আধ্যাত্মিকতার মেলবন্ধন। রসিকজনেরা বলতেই পারেন, সাধু, সাধু!
আগে বাজেট নথি আসতো ব্রিফকেসে বন্দি হয়ে। কালো, লাল বা কালচে খয়েরি রঙের চামড়ার ব্যাগ হাতে করে সংসদে ঢুকতেন অর্থমন্ত্রীরা। সেই ব্রিটিশ আমল থেকে এই পরম্পরা চালু হয়েছিল। ১৮৬০ সালের ৭ এপ্রিল ঔপনিবেশিক ভারতে প্রথম বাজেট পেশ করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী জেমস উইলসন। তাঁর হাতে ছিল গ্ল্যাডস্টোন বক্স। ব্রিটিশ অর্থমন্ত্রীও পার্লামেন্টে এই ব্যাগ নিয়েই বাজেট পেশ করতে যেতেন। সেই ধারাই চুঁইয়ে এসেছিল ভারতে।
এর পর ১৯৪৭ সালের ২৬ নভেম্বর স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী আর.কে. শনমুখম চেট্টি৷ তাঁর হাতে ছিল চামড়ার পোর্টফোলিও ব্যাগ। এরপর ইন্দিরা গান্ধির আমল থেকে মোদি আমলের অরুণ জেটলি পর্যন্ত অক্ষুণ্ণ ছিল সেই ধারা। চামড়ার ব্রিফকেস নিয়েই সংসদে ঢুকতেন অর্থমন্ত্রীরা। প্রতি বছর তার রঙ পাল্টে যেত শুধু। সংসদে প্রবেশের আগে ব্রিফকেসটা তুলে ধরতেন অর্থমন্ত্রীরা। ফোটোগ্রাফাররা তার ছবি তুলতেন। পরের দিন সংবাদপত্রে প্রকাশ পেত সেই ব্রিফকেসের ছবি। এটাই ছিল দস্তুর।
আরও পড়ুন: ২৪ কোটির বেশি EPF অ্যাকাউন্ট হোল্ডাররা পেয়েছেন টাকা, চেক করে নিন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Budget, Budget 2022