হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
Paytm এর মাধ্যমেও বুকিং করতে পারবেন LPG সিলিন্ডার, দেখে নিন কীভাবে....

Paytm এর মাধ্যমেও বুকিং করতে পারবেন LPG সিলিন্ডার, দেখে নিন কীভাবে....

এলপিজি সিলিন্ডারের বুকিংয়ের হিসেবে পেটিএম সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: এলপিজি সিলিন্ডার বুকিংয়ের জন্য বিপুল সংখ্যক এখন পেটিএম ব্যবহার করছেন ৷ এই ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্ম শুক্রবার জানিয়েছে, এলপিজি বুকিং পরিষেবা লঞ্চ করার ১ বছরের মধ্যে ৫০ লক্ষের বেশি বুকিং এসেছে ৷ এর জেরে এলপিজি সিলিন্ডারের বুকিংয়ের হিসেবে পেটিএম সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ৷

গত বছরই পেটিএম ‘Book a Cylinder’ সুবিধা লঞ্চ করেছিল ৷ সংস্থা এর জন্য সবচেয়ে আগে HP গ্যাস ও পরে Indian Oil এর সঙ্গে পার্টনারশিপ করে ৷ চলতি বছরের মে মাসে ভারত গ্যাসের সঙ্গে চুক্তির ঘোষণা করা হয়েছিল ৷ পেটিএম-এর মাধ্যমে খুব সহজেই গ্যাস বুকিং করার সুবিধা পাওয়া যায় ৷ এর জেরেই এখন বেশি সংখ্যক মানুষ গ্যাস বুকিংয়ের জন্য এই প্ল্যাটফর্মকেই বেছে নিচ্ছেন ৷

কীভাবে কাজ করে এই প্ল্যাটফর্ম?

গ্যাস সিলিন্ডার বুকিং করার জন্য গ্রাহকদের ‘Book a Cylinder’ ট্যাবে যেতে হবে ৷ এখানে নিজেদের গ্যাস প্রোভাইডার, LPG ID বা মোবাইল নম্বর বা কনজিউমার নম্বর দিতে হবে ৷ এরপর পেমেন্ট করতে হবে ৷ এরপর নিকটবর্তী এজেন্সি গ্রাহকদের বাড়িতে গ্যাস সিলিন্ডার ডেলিভারি করে দেবে ৷

পেটিএম-এর তরফে জানানো হয়েছে, ‘এলপিজি সিলিন্ডার দেশের সেবচেয়ে বড় ইউটিলিটি ক্যাটাগরির মধ্যে একটি ৷ এর মধ্যে সমস্ত সামাজিক, আর্থিক শ্রেণির মানুষ এবং সমস্ত ভৌগলিক জায়গার মানুষ সামিল রয়েছে ৷ পাশাপাশি সমস্ত জরুরি পরিষেবাগুলির ডিজিটাল করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ চলতি আর্থিক বছরে ১ কোটির বেশি বুকিং সংখ্যা পেরিয়া যাওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে আমাদের সংস্থা৷’

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: LPG Cylinder Booking