• Home
 • »
 • News
 • »
 • business
 • »
 • এবার গুগল সার্চ থেকেই বুক করুন ওলা, উবের

এবার গুগল সার্চ থেকেই বুক করুন ওলা, উবের

এবার থেকে গুগল সার্চের মাধ্যমে বুক করতে পারবেন ওলা ও উবের ক্যাব ৷ ভারতে এই পরিষেবা চালু করার কথা বুধবার ঘোষণা করেছে গুগল ৷

এবার থেকে গুগল সার্চের মাধ্যমে বুক করতে পারবেন ওলা ও উবের ক্যাব ৷ ভারতে এই পরিষেবা চালু করার কথা বুধবার ঘোষণা করেছে গুগল ৷

এবার থেকে গুগল সার্চের মাধ্যমে বুক করতে পারবেন ওলা ও উবের ক্যাব ৷ ভারতে এই পরিষেবা চালু করার কথা বুধবার ঘোষণা করেছে গুগল ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: এবার থেকে গুগল সার্চের মাধ্যমে বুক করতে পারবেন ওলা ও উবের ক্যাব ৷ ভারতে এই পরিষেবা চালু করার কথা বুধবার ঘোষণা করেছে গুগল ৷ গ্রাহকরা এবার থেকে গুগল সার্চ অ্যাপ থেকে ডিরেকশন  মেনু থেকে রাইড সার্ভিস অপশনে সিলেক্ট করতে পারবেন ৷

  এই পরিষেবা গুগল ম্যাপের নতুন ভার্সানে পাওয়া যাবে ৷ গুগলের প্রোগ্রাম ম্যানেজার সঙ্কেত গুপ্তা জানিয়েছেন, ‘এর সাহায্যে গ্রাহকরা মোবাইলে গুগল সার্চের মাধ্যমে যো কোনও সংস্থার ক্যাব কোথায় আছে জানতে পারবেন ৷ পাশাপাশি খুব সহজে সেটি বুকও করতে পারবেন ৷’ একটি ট্যাবের মাধ্যমেই ওলা ও উবেরে সেই মুহূর্তে তার গন্তব্যে যাওয়ার জন্য কত ভাড়া চাইছেন দেখতে পারবেন ৷ এই অ্যাপটি আপনি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন ৷ গুগল সার্চে একটি লিঙ্কের মাধ্যমে আপনি এই অ্যাপটি নিজের ফোনে ইনস্টল করতে পারবেন ৷
  First published: