হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
ডানা মেলল বিশ্বের সবচেয়ে লম্বা যাত্রীবাহী বিমান Boeing 777X

ডানা মেলল বিশ্বের সবচেয়ে লম্বা যাত্রীবাহী বিমান Boeing 777X, কেন এই বিমান এত স্পেশাল ? দেখে নিন

  • Last Updated :
  • Share this:

#শিকাগো: বহু প্রতীক্ষার অবসান ৷ ডানা মেলল Boeing 777X ৷ গত শনিবারই মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং-এর হেডকোয়ার্টার থেকে প্রথমবার উড়েছিল বিশ্বের সবচেয়ে লম্বা যাত্রীবাহী বিমান ৷ গত চার-পাঁচ বছর ধরেই এই বিমানের আশায় দিন গুনছিল বিশ্বের বহু বিমানসংস্থা ৷ অর্ডারের সংখ্যা ইতিমধ্যেই কয়েকশো ছাড়িয়েছে ৷ এতিহাদ, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ANA-র মতো বিশ্বের প্রথমসারির বহু বিমানসংস্থা বোয়িংয়ের এই নতুন বিমান কেনার জন্য দারুণভাবে উৎসাহী ৷

এক এয়ার শো-তে অনেক আগেই Boeing 777X-এর অর্ডার দিয়ে ফেলেছিলেন বিশ্বের বহু বিমানসংস্থা ৷ বোয়িং-৭৭৭ এক্সের প্রধান প্রতিদ্বন্দ্বী এখন এয়ারবাস ৩৫০-১০০০ ৷ যা এতদিন বিশ্বের সবচেয়ে আধুনিক বিমান হিসেবে ধরা হত ৷ কিন্তু তাকে টক্কর দিতে এবার এসে গেল বোয়িং ৭৭৭এক্স ৷ বোয়িংয়ের ৭৭৭-৩০০ইআর থেকে আরও  অনেকটাই লম্বা এই বিমান ৷ তাই লম্বার দিক থেকে এই বিমানের এখন জুড়ি মেলা ভার ৷ আবহাওয়া খারাপ থাকায় নির্ধারিত দিনের দু’দিন পরেই টেস্ট রানের জন্য উড়তে পেরেছিল বোয়িংয়ের এই অত্যাধুনিক বিমান ৷ কী রয়েছে এই বিমানে ? কেন এর চাহিদা এখন তুঙ্গে ? দেখে নিন নিচের ভিডিও ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Boeing 777x