#নয়াদিল্লি: ভবিষ্যৎ আর্থিক ভাবে সুরক্ষিত করার জন্য প্রত্যেক মানুষ বিভিন্ন ধরনের স্কিমে বিনিয়োগ করে থাকেন৷ কিন্তু যাঁদের আয় কম বা বেসরকারি সংস্থায় কাজ করেন তাদের ক্ষেত্রে বিনিয়োগ করার আগে হাজার বার ভাবতে হয় ৷ মোদি সরকারে সকল শ্রেণির মানুষের কথা মাথায় রেখে এমন একটি স্কিম নিয়ে এসেছে যেখানে অল্প টাকা ইনভেস্ট করে ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে পারবেন সহজেই ৷ ভবিষ্যতের কথা মাথায় রেখে কোটি কোটি মানুষ কেন্দ্র সরকারের অটল পেনশন যোজনার পাশাপাশি আরও অন্যান্য যোজনায়ও ইনভেস্ট করেছেন ৷ জেনে নিন বিস্তারিত ....
অটল পেনশন যোজনা- অটল পেনশন যোজনায় কেন্দ্র সরকার অসংগঠিত শ্রমিকদের জন্য ১ হাজার থেকে ৫ হাজার টাকা প্রতি মাসে দিয়ে থাকে ৷ ১৮ থেকে ৪০ বছরের মধ্যে যে কোনও ব্যক্তি এই যোজনায় অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ এই সরকারি স্কিমের সুবিধা হল যত তাড়াতাড়ি এই যোজনা খুলবেন তত বেশি ফান্ড জমা হবে ৷
PM কিষাণ মানধন যোজনা- এই স্কিমে রেজিস্ট্রেশন করালে ৬০ বছরের পর কৃষকরা কমপক্ষে ৩০০০ টাকা পেনশন পাবেন ৷ এই যোজনায় কৃষকরা যত প্রিমিয়াম জমা দেবেন সরকারের তরফেও একই অঙ্কের টাকা তাদের অ্যাকাউন্টে জমা করা হবে ৷ ১৮ বছর বয়সে এই অ্যাকাউন্ট খুললে তাকে মাসে মাত্র ৫৫ টাকা করে দিতে হবে ৷ ৩০ বছরে খুললে দিতে হবে ১১০ টাকা এবং ৪০ বছরে অ্যাকাউন্ট খুললে প্রিমিয়াম দিতে হবে ২০০ টাকা ৷ এই স্কিমে কেবল তাঁরাই আবেদন করতে পারবেন যাঁদের কাছে অধিকতম ২ হেক্টর চাষের জমি রয়েছে ৷
PM শ্রম যোগী মানধন যোজনা - এই যোজনায় ৬০ বছরের পর মাসে মাসে পেয়ে যাবেন ৩০০০ টাকা পেনশন ৷ ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ব্যক্তিরা এই যোজনার সুবিধা নিতে পারবেন ৷ এই যোজনার সুবিধা নিতে হলে খেয়াল রাখতে হবে যে মাসে ১৫০০০ টাকার বেশি আয় যাতে না হয় ৷