#নয়াদিল্লি: নতুন প্ল্যান নিয়ে হাজির ভারতীয় জীবন বিমা ৷ এলআইসি জীবন অক্ষয়-৭ প্ল্যান নম্বর ৮৫৭ (LIC Jeevan Akshay-7) একটি সিঙ্গল প্রিমিয়াম, নন লিঙ্কড, নন পার্টিসিপেটিং ও তৎকাল অ্যানিউটি স্কিম ৷ নতুন প্ল্যান লাগু হবে ২৫ অগাস্ট ২০২০ থেকে ৷ একবারে টাকা দিয়ে শেয়ার হোল্ডারদের কাছে অ্যানিউটির ১০ টি বিকল্পের মধ্যে যে কোনও একটি সিলেক্ট করতে পারবেন ৷
এই পলিসি কেনার জন্য গ্রাহক একবারে প্রিমিয়াম দিতে পারেন। এর পর এলআইসি নিয়মিত টাকা দেবে। এর জন্য ১০টি বিকল্প রয়েছে। পলিসিধারক এই নিয়মিত অর্থ মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক বা বার্ষিক ভাবে পেতে পারেন। এই নিয়মিত অর্থকে বলা হয় annuity”।
পলিসি শুরু করার সময় অ্যানিউটির রেটের গ্যারেন্টি দেওয়া হয় ৷ এবং পলিসি হোল্ডারকে সারা জীবন অ্যানিউটি দেওয়া হয় ৷ অনলাইন এবং অফলাইন দু’ভাবে এই প্ল্যান কেনা যেতে পারে ৷
এই প্ল্যানের জন্য ন্যূনতম ১ লক্ষ টাকা দিয়ে কিনতে হবে ৷ সর্বোচ্চ কোনও সীমা নেই ৷ পলিসিতে বার্ষিক, ৬ মাসে, ত্রৈমাসিক, মাসিক অ্যানিউটি পাওয়ার বিকল্প রয়েছে ৷ ন্যূনতম অ্যানিউটি ১২০০০ টাকা বার্ষিক ৷ ৫ লক্ষ টাকার বেশি টাকার কিনলে অ্যানিউটি রেটে বৃদ্ধির রূপে ইনসেন্টিভ মিলবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।