হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
দুর্দান্ত প্ল্যান লঞ্চ করল LIC, মিলবে এই বিশেষ সুবিধাগুলি

দুর্দান্ত প্ল্যান লঞ্চ করল LIC, মিলবে এই বিশেষ সুবিধাগুলি

এই পলিসি কেনার জন্য গ্রাহক একবারে প্রিমিয়াম দিতে পারেন। এর পর এলআইসি নিয়মিত টাকা দেবে।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: নতুন প্ল্যান নিয়ে হাজির ভারতীয় জীবন বিমা ৷ এলআইসি জীবন অক্ষয়-৭ প্ল্যান নম্বর ৮৫৭ (LIC Jeevan Akshay-7) একটি সিঙ্গল প্রিমিয়াম, নন লিঙ্কড, নন পার্টিসিপেটিং ও তৎকাল অ্যানিউটি স্কিম ৷ নতুন প্ল্যান লাগু হবে ২৫ অগাস্ট ২০২০ থেকে ৷ একবারে টাকা দিয়ে শেয়ার হোল্ডারদের কাছে অ্যানিউটির ১০ টি বিকল্পের মধ্যে যে কোনও একটি সিলেক্ট করতে পারবেন ৷

এই পলিসি কেনার জন্য গ্রাহক একবারে প্রিমিয়াম দিতে পারেন। এর পর এলআইসি নিয়মিত টাকা দেবে। এর জন্য ১০টি বিকল্প রয়েছে। পলিসিধারক এই নিয়মিত অর্থ মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক বা বার্ষিক ভাবে পেতে পারেন। এই নিয়মিত অর্থকে বলা হয় annuity”।

পলিসি শুরু করার সময় অ্যানিউটির রেটের গ্যারেন্টি দেওয়া হয় ৷ এবং পলিসি হোল্ডারকে সারা জীবন অ্যানিউটি দেওয়া হয় ৷ অনলাইন এবং অফলাইন দু’ভাবে এই প্ল্যান কেনা যেতে পারে ৷

এই প্ল্যানের জন্য ন্যূনতম ১ লক্ষ টাকা দিয়ে কিনতে হবে ৷ সর্বোচ্চ কোনও সীমা নেই ৷ পলিসিতে বার্ষিক, ৬ মাসে, ত্রৈমাসিক, মাসিক অ্যানিউটি পাওয়ার বিকল্প রয়েছে ৷ ন্যূনতম অ্যানিউটি ১২০০০ টাকা বার্ষিক ৷ ৫ লক্ষ টাকার বেশি টাকার কিনলে অ্যানিউটি রেটে বৃদ্ধির রূপে ইনসেন্টিভ মিলবে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Insurance, LIC