#নয়াদিল্লি: যে ভাবে মোবাইল নম্বর পোর্টাবিলিটি করা হয়, ঠিক সেই ভাবেই কাজ করে রেশন কার্ড পোর্টাবিলিটি ৷ মোবাইল নম্বর পোর্ট করলে আপনার নম্বর বদল করা হয় না এবং আপনি সেটা গোটা দেশে ব্যবহার করতে পারবেন ৷ একই ভাবে রেশন কার্ড পোর্টাবিলিটিতেও আপনার রেশন কার্ডও বদল করা হবে না ৷ অর্থাৎ আপনি এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে নতুন কার্ড তৈরি করতে হবে না ৷ পুরনো রেশন কার্ড ব্যবহার করে দেশের অন্য রাজ্যে গিয়েও সরকারি রেশন তুলতে পারবেন ৷
রেশন কার্ড পোর্টাবিলিটির জন্য পিডিএস দোকানে ইলেক্ট্রনিক পয়েন্ট অফ সেল ডিভাইস থেকে ভেরিফিকেশন করা হয় ৷ এর জন্য রেশন ও আধার কার্ড এক সঙ্গে থাকা জরুরি ৷ আপনার ভেরিফিকেশন আধার নম্বর দিয়ে করা হবে ৷ এক দেশ এক রেশন কার্ড যোজনায় ২৩টি রাজ্যের রেশন কার্ড হোল্ডাররা এই সুবিধা পাবেন ৷
ধরে নিন রাজীব কুমার বিহারের বাসিন্দা এবং তাঁর রেশন কার্ডও বিহারের ৷ তিনি এই রেশন কার্ডের মাধ্যমে উত্তরপ্রদেশ, দিল্লি বা মুম্বইয়ে রেশনের দোকান থেকে রেশন নিতে পারবেন ৷ অর্থাৎ এই কার্ডে দেশের যে কোনও প্রান্তে সরকারি রেশন দোকান থেকে রেশন নেওয়া যাবে ৷ এর জন্য নতুন করে রেশন কার্ড তৈরির দরকার নেই ৷ আপনার পুরনো রেশন কার্ডকে বৈধ হিসেবে ধরা হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ration Card