#নয়াদিল্লি: রবিবারের জন্য পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-Diesel Price Today) জারি করে দিয়েছে সরকারি তেল সংস্থাগুলি ৷ গত ২৫ দিন ধরে জ্বালানির দামে কোনও বদল করা হয়নি ৷ আজকের দাম অনুযায়ী, এদিন দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৩.৯৭ টাকা, ডিজেলের দাম ৮৬.৬৭ টাকা ৷
আরও পড়ুন: ছোট্ট একটি ঘর থেকে শুরু করুন এই ব্যবসা, আয় করবেন ১০ গুণ বেশি
তেল সংস্থা (IOCL) রবিবারও পেট্রোল ও ডিজেলের (Petrol diesel rate) দামে কোনও পরিবর্তন করেনি ৷ দীপাবলির পর থেকেই স্থির রয়েছে জ্বালানির দাম ৷ দিওয়ালির আগে কেন্দ্র সরকারের তরফে পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি কমানো হয় ৷ এর জেরে পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা ও ডিজেলের দাম লিটারপ্রতি ১০ টাকা কমানো হয়েছে ৷
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ সকাল ৬টা থেকে নতুন দাম লাগু করা হয় ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
আরও পড়ুন: মিউচুয়াল ফান্ড বনাম শেয়ার: পার্থক্য কী?
যে শহরে ১০০ টাকার কমে মিলছে পেট্রোল ও ডিজেল (Petrol Diesel Price Today)আরও পড়ুন: মিউচুয়াল ফান্ড কী? এখানে বিনিয়োগ করে কী কী বিশেষ সুবিধা মিলবে...
এসএমএস-এর মাধ্যমে পেট্রোল-ডিজেলের দাম বাড়িতে বসে সহজেই জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে , বিপিসিএল-এর গ্রাহকরা RSP লিখে 9223112222 নম্বরে এবং এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠাতেই পেট্রোল ও ডিজেলের লেটেস্ট দাম জানতে পারবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।