হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
প্রতিদিন ৩৩ টাকা করে সেভিংস করে হয়ে যেতে পারেন কোটিপতি! মিলবে মোটা রিটার্ন

প্রতিদিন ৩৩ টাকা করে সেভিংস করে হয়ে যেতে পারেন কোটিপতি! মিলবে মোটা রিটার্ন

মিউচ্যুয়াল ফান্ডের SIP তে ইনভেস্ট করা বেশ লাভজনক হতে পারে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: মানুষের মধ্যে একটি ধারনা রয়েছে যে সারা জীবনে কাজ করেও কোটিপতি হওয়া প্রায় অসম্ভব ৷ কিন্তু এটা একদম ভুল ধারনা ৷ একটু বুদ্ধি করে এবং ঠিক সময়ে ঠিক জায়গায় ইনভেস্ট করলে সহজেই কোটিপতি হয়ে যাবেন ৷ এর জন্য প্রথমে একটি প্ল্যান তৈরি করতে হবে ৷ সঠিক স্কিমে ইনভেস্ট করার পাশাপাশি সময় সময়ে পোর্টফোলিও ব্যালেন্স করতে হবে ৷ লং টার্মে ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ডে (Equity Mutual Fund) ইনভেস্ট করে ভাল রিটার্ন পেতে পারেন ৷ আপনি কী জানেন প্রতিদিন মাত্র ৩৩ টাকা করে সেভিংস করে কোটিপতি হতে পারবেন আপনি ৷

লম্বা সময়ের ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ড ভাল রিটার্ন দিয়ে থাকে ৷ মিউচ্যুয়াল ফান্ডের SIP তে ইনভেস্ট করা বেশ লাভজনক হতে পারে ৷ এসআইপি-র মাধ্যমে মিউচ্যুয়াল ফান্ডে আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা ইনভেস্ট করতে পারবেন ৷ এবং তার উপরে পেয়ে যেতে পারেন ভাল রিটার্ন ৷ তবে অবশ্যই মিউচ্যুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে আপনার আর্থিক পরিস্থিতি এবং রিস্ক নেওয়ার ক্ষমতা খতিয়ে দেখে নেওয়া উচিৎ ৷

লং টার্মে বছরে ১২ শতাংশ করে রিটার্ন মিললে কোটিপতি হয়ে পারেন সহজে ৷ আপনার বয়স ২০ বছর হলে তাহলে প্রতিদিন ৩৩ টাকা অর্থাৎ মাসে প্রায় ১০০০ টাকা সেভিংস করতে হবে ৷ ৪০ বছর পর আপনার কাছে ১.১৮ কোটি টাকা হয়েছে ৷ আপনার মোট ইনভেস্টমেন্ট ৪০ বছরে ৪.৮ লক্ষ টাকা হয় ৷

২০ বছরে বেশ কিছু মিউচ্যুয়াল ফান্ড ইনভেস্টরদের ১২ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে ৷ ABSL ডিজিটাল ইন্ডিয়া ফান্ড ১৪.৯১ শতাংশ, ABSL ইক্যুইটি ১৭.১৯ শতাংশ রিটার্ন দিয়েছে ৷ তবে আপনাকে আপনার ইনভেস্টমেন্টের উপর নজর রাখতে হবে ৷ প্রত্যেক ছ’মাস বা এক বছরে খতিয়ে দেখতে হবে ৷ ইনভেস্টমেন্টের ভ্যালু বাড়লে ইনভেস্টমেন্ট চালু রাখুন ৷ কোনও কারণে নিজের ইনভেস্টমেন্ট নিয়ে সন্তুষ্ট না হলে অন্য ক্যাটাগরিতে ইনভেস্ট করতে পারেন ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Mutual Fund