#নয়াদিল্লি: এই শনিবার থেকে ব্যাঙ্কের তিনদিনের লম্বা উইকএন্ড শুরু হতে চলেছে ৷ মে মাসে ব্যাঙ্কের মোট ১১দিন ছুটি রয়েছে ৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় ১৬ মে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ সোমবার বুদ্ধ পূর্ণিমার জন্য ব্যাঙ্কের ছুটি রয়েছে ৷ এর আগের দিন রবিবার হওয়ায় ব্যাঙ্ক এমনিতেই বন্ধ থাকবে ৷ শনিবার মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় ছুটি রয়েছে ব্যাঙ্কের ৷ ফলে টানা তিনদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
আরও পড়ুন: ফের দাম বাড়ল অশোধিত তেলের! তাহলে কী আপনার শহরে বাড়বে পেট্রোল ও ডিজেলের দাম
আরবিআই জারি করে থাকে সার্কুলার -
ব্যাঙ্কের ছুটির লিস্ট রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি করা হয়ে থাকে ৷ চলতি মাসে ব্যাঙ্কের ছুটিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে ৷ প্রথম- হলিডে আন্ডার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট (Holiday under Negotiable Instruments Act), দ্বিতীয় হলিডে আন্ডার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে (Holiday under Negotiable Instruments Act and Real Time Gross Settlement Holiday), আর তৃতীয় ব্যাঙ্কের অ্যাকাউন্ট ক্লোজিং (Banks’ Closing of Accounts) ৷
আরও পড়ুন: ক্রমাগত লোকসান, দেশের ৫ বড় শহরে এই পরিষেবা বন্ধ করে দিল সুইগি!
চলতি মাসে মোট ১১দিন ছুটি রয়েছে ব্যাঙ্কের -
মে মাসে হলিডে আন্ডার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট অনুযায়ী ৪টি ছুটি রয়েছে ৷ ১১দিন ছুটির মধ্যে ৫টি ছুটি ইতিমধ্যেই ব্যবহার হয়ে গিয়েছে ৷ এর মধ্যে ১ মে (রবিবার), ২ মে (ইদ-উল-ফিতর), ৩ মে (ভগবান পরশুরাম জয়ন্তী/রমজান-ইদ/ অক্ষয় তৃতীয়া ) ৮ মে রবিবার ও ৯ মে রবীন্দ্র জয়ন্তী ৷ এখন রবিবার নিয়ে মোট আরও ৬দিন ছুটি রয়েছে ৷ ১৪ থেকে ১৬ মে ব্যাঙ্ক ছুটির পর আবার ২২ মে রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ এরপর ২৮ চতুর্থ শনিবার এবং ২৯ রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bank Holidays