#নয়াদিল্লি: করোনা মহামারির (Coronavirus) জেরে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করা হচ্ছে সকল নাগরিকদের ৷ কিন্তু ব্যাঙ্কে গুরুত্বপূর্ণ কাজ থাকলে, ব্যাঙ্কে যাওয়ার আগে প্রত্যেক মাসে ব্যাঙ্কের ছুটির লিস্ট (Bank Holiday) অবশ্যই দেখে নিন ৷ মে মাসে ইদ, অক্ষয় তৃতীয় ও বু্দ্ধ পূর্ণিমা-সহ একাধিক উৎসব রয়েছে ৷ এই দিনগুলিতে একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ২০২১-এর জন্য ব্যাঙ্কের ছুটির লিস্ট অফিশিয়াল ওয়েবসাইটে (rbi.org.in) আপলোড করে দিয়েছে ৷ লিস্ট অনুযায়ী, চলতি বছরের মে মাসে ১২ দিন ব্যাঙ্কের ছুটি রয়েছে ৷ এর মধ্যে মাসের দ্বিতীয়, চতুর্থ শনিবার ও রবিবার সামিল রয়েছে ৷
১ মে: মহারাষ্ট্র দিবস, মে দিবস -এর জেরে একাধিক রাজ্যে কলকাতা, কোচি, মুম্বই, নাগপুর, পানাজি, পুণে, পটনা, চেন্নাই, তিরুইন্তপুরম, হাদরাবাদ, গুয়াহাটি, ইম্ফল, বেঙ্গালুরু ও বেলাপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷
২মে: রবিবার- ব্যাঙ্ক বন্ধ৭ মে: জমুত-উল-বিদ - জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ
৮ মে: দ্বিতীয় শনিবার১৩ মে: ইদ-উল-ফিতার ৷ এদিন বেলাপুর, জম্মু, কোচি, মু্ম্বই, নাগপুর, শ্রীনগর, তিরুঅন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷১৪ মে: ভগবান শ্রী পুরশুরম জয়ন্তী, ইদ-উল-ফিতার, অক্ষয় তৃতীয়া৷ এদিন বেলাপুর, জম্মু, কোচি, মুম্বই, নাগপুর, শ্রীনগর ও তিরুঅন্তপুরমে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷১৬ মে: রবিবার২২ মে: চতুর্থ শনিবার২৩ মে: রবিবার২৬ মে: বুদ্ধ পূর্ণিমা ৷ এদিন আগরতলা, বেলাপুর, ভোপাল, চন্ডীগড়, দেরাদুন, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, সিমলা, শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷৩০মে : রবিবারএই দিনগুলিতে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও অনলাইনে ব্যাঙ্কি পরিষেবা পাবেন গ্রাহকরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bank Holidays