#নয়াদিল্লি:করোনাভাইরাসের মোকাবিলায় দেশবাসীকে সাহায্যে ইতিমধ্যেই ত্রাণ প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্র ৷ যার মধ্যে অন্যতম মহিলাদের জনধন অ্যাকাউন্ট গ্রাহকদের তিন মাস ৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা ৷ আজ, ৩ এপ্রিল থেকেই শুরু হচ্ছে সেই কাজ ৷ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় তিন মাসের প্রথম কিস্তির টাকা আজ, শুক্রবারই অ্যাকাউন্টে পড়বে গ্রাহকদের ৷ তবে সমস্যা হল, এই টাকা পড়ার সঙ্গেই সঙ্গেই বিভিন্ন ব্যাঙ্কে ভিড় করতে পারেন গ্রাহকরা ৷ তার জন্য আগেভাগেই পরিকল্পনা সেরে রাখা হয়েছে ৷
৩ থেকে ৯ এপ্রিলের মধ্যে ভাগে ভাগে ব্যাঙ্ক থেকে টাকা তোলা যাবে বলে জানানো হয়েছে ৷ উল্লেখ্য, রবিবার ছাড়াও এই সময় বেশ কয়েকটি রাজ্যে বিভিন্ন দিনে ব্যাঙ্ক বন্ধ থাকার কথা ৷ সারা দেশে তালিকা অনুযায়ী, যে সমস্ত গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যা ০ বা ১ তাঁরা আজ, শুক্রবার প্রথম দিন টাকা তুলতে পারবেন ৷ শেষ সংখ্যা ২ বা ৩ হলে তোলা যাবে ৭ এপ্রিল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Jan-Dhan Accounts