• Home
 • »
 • News
 • »
 • business
 • »
 • অনলাইন পেমেন্ট করলে হয়ে যান অ্যালার্ট, না জানিয়ে বাড়তি চার্জ কাটছে ব্যাঙ্ক

অনলাইন পেমেন্ট করলে হয়ে যান অ্যালার্ট, না জানিয়ে বাড়তি চার্জ কাটছে ব্যাঙ্ক

 আপনি জানেন কী ডিজিটাল লেনদেনের জন্য বেসরকারি ব্যাঙ্কগুলির তরফে চার্জ নেওয়া হচ্ছে ৷

আপনি জানেন কী ডিজিটাল লেনদেনের জন্য বেসরকারি ব্যাঙ্কগুলির তরফে চার্জ নেওয়া হচ্ছে ৷

আপনি জানেন কী ডিজিটাল লেনদেনের জন্য বেসরকারি ব্যাঙ্কগুলির তরফে চার্জ নেওয়া হচ্ছে ৷

 • Share this:

  #নয়াদিল্লি: কোভিড-১৯ পরিস্থিতির পর থেকেই অনলাইন লেনদেনের প্রবণতা বেড়ে গিয়েছে মানুষের মধ্যে ৷ এখন বেশির ভাগ জিনিস, যেমন ইলেক্ট্রিক বিল থেকে গ্যাসের পেমেন্ট সমস্ত কিছুর ক্ষেত্রে ডিজিটাল পেমেন্ট ব্যবহার করছেন মানুষ ৷ কিন্তু আপনি জানেন কি, ডিজিটাল লেনদেনের জন্য বেসরকারি ব্যাঙ্কগুলির তরফে চার্জ নেওয়া হচ্ছে ৷ এমনকি অল্প অ্যামাউন্টের ডিজিটাল লেনদেনের ক্ষেত্রেও চার্জ নেওয়া হচ্ছে ৷ যে ব্যাঙ্কগুলি চার্জ নিচ্ছে সেগুলি হল এইচডিএফসি, আইসিআইসিআই, এক্সিস ব্যাঙ্ক এবং কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক ৷ মনে করা হচ্ছে এই সমস্ত প্রাইভেট ব্যাঙ্কগুলিকে দেখে অন্যান্য ব্যাঙ্কও অনলাইন পেমেন্টে চার্জ নিতে শুরু করে দেবে ৷ গত কয়েক মাসে হু হু করে বেড়েছে ডিজিটাল লেনদেন ৷ হাউ ফ্রিকয়েন্সি ও ছোট অঙ্কের লেনদেনের ক্ষেত্রে আলাদা আলাদা চার্জ নেওয়া হচ্ছে ব্যাঙ্কের তরফে ৷

  গত বছর UPI (Unified Payment System) এ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) শেষ করে দিয়েছে ৷ এরপর ব্যাঙ্কের তরফে ডিজিটাল রণনীতি বদল করা হয়েছে ৷ এখানে হওয়া লোকসান তারা এবার গ্রাহকদের উপর চাপিয়ে দিচ্ছে ৷ এমডিআর হচ্ছে একটি ফি যা দোকানদারকে ডেবিট ও ক্রেডিট কার্ড পেমেন্ট সিস্টেম ব্যবহার করার জন্য ব্যাঙ্ককে দিতে হয় ৷

  HDFC তাদের ব্যাঙ্কিং পরিষেবার জন্য ফ্ল্যাট ১০ টাকা সারচার্জ নিচ্ছে ৷ এই চার্জ মোবাইলে বিল পেমেন্ট, প্রিপেড ওয়ালেট রিচার্জ, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে পেমেন্ট করলে নেওয়া হয়ে থাকে ৷ প্রত্যেক মাসে ২০টি লেনদেন শেষ হওয়ার পর এই চার্জ লাগু করা হয়ে থাকে ৷

  Published by:Dolon Chattopadhyay
  First published: