#নয়াদিল্লি: লকডাউনে বেশির ভাগ অফিস বন্ধ থাকলেও খোলা রয়েছে ব্যাঙ্ক ৷ লকডাউনের জেরে ব্যাঙ্ক টাইমিংয়ে অবশ্য বেশ কিছু বদল করা হয়েছে ৷ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ব্যাঙ্কের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ পাশাপাশি গুরুত্বপূর্ণ কাজ থাকলে এখুনি করে নেওয়ার কথা বলা হয়েছে কারণ আগামী তিন মাস অর্থাৎ জুন, জুলাই ও অগাস্ট মাসে ৩০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ এর মধ্যে অবশ্য রবিবার ও দ্বিতীয়-চতুর্থ শনিবার সামিল রয়েছে ৷
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের লিস্ট অনুযায়ী, ৩ মাসে রাখি বন্ধন, জন্মাষ্ঠমী, ইদের ছুটি রয়েছে ৷ ব্যাঙ্ক বেশি দিনের জন্য বন্ধ থাকায় সমস্যায় পড়তে হতে পারে গ্রাহকদের ৷ তাই ব্যাঙ্কের ছুটির লিস্ট জেনে রাখা অত্যন্ত জরুরি ৷
June: 7, 13, 14, 17, 23, 24 ও 31 জুনের শনিবার ও রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ এছাড়া 18 জুন গুরু হরগোবিন্দ জয়ন্তীতে বেশ কিছু রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷
July: 5, 11, 12, 19, 25 ও 26 জুলাই শনিবার ও রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ এছাড়া 31 জুলাই ইদের ছুটি ৷
August: 2, 8, 9, 16, 22, 23, 29 ও 30 অগাস্ট শনিবার ও রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ 3 অগাস্ট রাখি বন্ধন, 11 অগাস্ট জন্মাষ্ঠমীর স্থানীয় ছুটি, 12 অগাস্ট জন্মাষ্ঠমীর গেজেটেড ছুটি, 15 অগাস্ট স্বাধীনতা দিবস, 21 অগাস্ট তিজ স্থানীয় ছুটি, 22 অগাস্ট গণেশ চতুর্থীর ছুটি ৷ 30 অগাস্ট মহরম, 31 অগাস্ট ওনামের ছুটি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 30 Days Bank Holidays, Bank Holidays, Banks To be Closed For 30 Days