#কলকাতা: আজ থেকেই খুলে যাচ্ছে ব্যাঙ্কের সব শাখা৷ ফলে কয়েকদিন ধরে চলা দুর্ভোগ আজ মিটতে চলেছে৷ আজ অর্থাত্ সোমবার থেকে ব্যাঙ্কের সব শাখা খোলা থাকবে সকাল ১০টা থেকে নির্দিষ্ট সময় মতোই৷ মাস পয়লায় যাতে আর্থিক লেনদেনে গ্রাহকদের কোনও অসুবিধা না হয়, তার জন্যই খোলা থাকবে ব্যাঙ্ক৷
তবে কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে এ দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণকে চিঠি দিল ব্যাঙ্ক কর্মীদের সংগঠন৷ ওই চিঠিতে কর্মীদের সুরক্ষার জন্য বেশ কিছু দাবি পেশ করা হয়েছে৷ দাবি করা হয়েছে কর্মীদের প্রশাসনিক সাহায্য ও বিমার আওতায় আনার৷
মাসের শুরুতে সাধারণের সুবিধার্থে ব্যাঙ্ক পরিষেবা স্বাভাবিক৷ লকডাউন শুরু হওয়ার পর নির্দিষ্ট কিছু শর্ত মেনে গ্রাম ও শহরের খোলা থাকতো কিন্তু অর্থমন্ত্রকের শর্ত মেনে ফের ব্যাঙ্কের স্বাভাবিক পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত ইন্ডিয়ান ব্যাঙ্ক আসোসিয়েশনের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Banking Service, Coronavirus, Lockdown