হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
ব্যাঙ্কে আপনার টাকা কতটা নিরাপদ? বিশেষ পরীক্ষা RBI-র, জানুন বিস্তারিত

Bank Stress Test: ব্যাঙ্কে আপনার টাকা কতটা নিরাপদ? বিশেষ পরীক্ষা RBI-র, জানুন বিস্তারিত

বিশেষ পরীক্ষা RBI-র। প্রতীকী ছবি

বিশেষ পরীক্ষা RBI-র। প্রতীকী ছবি

Bank Stress Test: ভারতীয় ব্যাঙ্কগুলি কতটা মজবুত তা যাচাই করতে আরবিআই স্ট্রেস টেস্ট করেছিল

  • Share this:

নয়া দিল্লি: সম্প্রতি আরবিআই দেশের বিভিন্ন ব্যাঙ্কের উপর স্ট্রেস টেস্ট পরিচালনা করেছে। এর উদ্দেশ্য ছিল আরও একটি অর্থনৈতিক মন্দার ক্ষেত্রে ব্যাঙ্কগুলির আর্থিক শক্তি নির্ধারিত মাত্রার নিচে নেমে যাবে কিনা, তা যাচাই করা।

এইচটিএম (হেল্ড টু ম্যাচুরিটি) ভিত্তিতে স্ট্রেস টেস্টও করা হয়েছে। ক্রেডিট সুইসের ঘটনার পর, সিলিকন ভ্যালি ব্যাঙ্কের ঘটনা হয়েছে। সেই পরিস্থিতি ভারতীয় ব্যাঙ্কগুলি কতটা মজবুত তা যাচাই করতে আরবিআই স্ট্রেস টেস্ট করেছিল।

ভারতীয় ব্যাঙ্কগুলির ক্রেডিট সুইস, সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এর মতো ঝুঁকি নেই। আরবিআই ব্যাঙ্কগুলির উপর নজরদারি বাড়িয়েছে। বিভিন্ন স্কেলে ব্যাঙ্কগুলি ক্রমাগত পর্যালোচনা করা হচ্ছে। ব্যাঙ্ক এবং দেশের শীর্ষ ১০০টি এনবিএফসিগুলির উপর তীক্ষ্ণ নজর রয়েছে।

 

স্ট্রেস টেস্টে সাধারণত প্রতিটি স্কেলে ব্যাঙ্কগুলিকে শক্ত করা হয়। ব্যাঙ্কের থেকে টাকা কেটে দিয়ে অর্থনৈতিক মন্দার মতো পরিবেশ তৈরি করা হয়। তারপরে ব্যাঙ্ক কী করে সেই পরিস্থিতি মোকাবিলা করে সেটা যাচাই করা হয়। ২০০৮ সালের মন্দার পর আমেরিকাসহ অনেক দেশে স্ট্রেস টেস্ট শুরু হয়। এখন ভারতেও হচ্ছে।

আরও পড়ুন, কোথায় ঘূর্ণিঝড় মোকা! তীব্র গরমে পুড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, রইল আবহাওয়ার আপডেট

আরও পড়ুন, ঘুমের মধ্যে কেঁপে উঠল বাড়ি! কাকভোরে প্রবল ভূমিকম্প, আতঙ্কে রয়েছেন সকলে

সূত্রের খবর, FSDC বৈঠকে RBI অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। আরবিআই জানিয়েছে, স্ট্রেস টেস্টে ভারতীয় ব্যাঙ্কে কোনও ঝুঁকি দেখানো হয়নি। আরবিআই-এর স্ট্রেস পরীক্ষায় ৩ শতাংশ পর্যন্ত ইয়েল্ড পরিবর্তন হয়েছে। পরীক্ষায় ন্যূনতম মূলধনের নিচে আসেনি কোনও ব্যাঙ্ক।
লক্ষ্মণ রায়

Published by:Suvam Mukherjee
First published:

Tags: RBI