আজ থেকে শুরু হচ্ছে নতুন মাস, অতএব এই জুলাই মাসে ব্যাঙ্কের কাজ কোন কোন দিন করতে পারবেন, সেটা আগে থেকে জেনে নেওয়াই ভাল৷ জুলাই মাসে (Bank holidays in july 2021) ব্যাঙ্কগুলি ৫ বা ৭ দিনের পরিবর্তে ১৫ দিনের জন্য বন্ধ থাকবে৷ তাই ব্যাঙ্কে যাওয়ার আগে আপনাকে অবশ্যই এই ছুটির তালিকা দেখে নিতে হবে। সেই অনুযায়ী নিজের ব্যাঙ্কের কাজের পরিকল্পনা করতে হবে আপনাকে৷ ব্যাঙ্কের ছুটির তালিকাটি Reserve Bank of India (RBI) জারি করে। এতে, সমস্ত রাজ্য অনুসারে ছুটি দেওয়া হয়। জেনে নিন কোন রাজ্যে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক৷
--4 জুলাই 2021 - রবিবার--10 জুলাই 2021 - দ্বিতীয় শনিবার
--11 জুলাই 2021 - রবিবার--12 জুলাই 2021 - সোমবার - কঙ্গ (রাজস্থান), রথযাত্রা (ভুবনেশ্বর, ইম্ফল)--13 জুলাই 2021 - মঙ্গলবার - ভানু জয়ন্তী (শহীদ দিবস- জম্মু ও কাশ্মীর, ভানু জয়ন্তী-সিকিম)--14 জুলাই 2021 - দ্রুকপা শেশিচি (গ্যাংটক)--16 জুলাই 2021- বৃহস্পতিবার - হরেলা পূজা (দেরাদুন)--17 জুলাই 2021 - খড়চি পূজা (আগরতলা, শিলং)--18 জুলাই 2021 - রবিবার--19 জুলাই 2021 - গুরু রিম্পোশের থুংকার তশেচু (গাংটক)--20 জুলাই 2021 - মঙ্গলবার - ইদ আল আধা (দেশব্যাপী)--21 জুলাই 2021 - বুধবার - ইদুজ্জোহা (সারা দেশে)--24 জুলাই 2021 - চতুর্থ শনিবার--25 জুলাই 2021 - রবিবার--31 জুলাই 2021-শনিবার - কের পূজা (আগরতলা)এছাড়াও, 4 জুলাই, 11 জুলাই, 18 জুলাই এবং 25 জুলাই রবিবার থাকায় ব্যাংকগুলি বন্ধ থাকবে। দ্বিতীয় এবং চতুর্থ শনিবার 10 জুলাই এবং 24 জুলাই হয়, যার কারণে ব্যাঙ্ক ছুটি।
ব্যাংক ছুটির সম্পূর্ণ তালিকা দেখতে আপনি রিজার্ভ ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট (https://rbi.org.in/Scriptts/HolidayMatrixDisplay.aspx) দেখতেও পারেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bank, Bank Holiday, Holiday