#কলকাতা: আরও বাড়ছে বন্ধন ব্যাঙ্ক৷ বাঙালির গর্বের এই ব্যাঙ্ক চলতি আর্থিক বছরের শেষে আরও ২৫০টি শাখা খুলতে চলেছে৷ অর্থাত্ বন্ধন ব্যাঙ্কের দুর্দান্ত সুবিধাগুলি এ বার আপনার বাড়ির আরও কাছে৷
Your search for higher interest on savings ends here! Get upto 6% interest on Bandhan Bank Savings Account. Visit your nearest branch today. pic.twitter.com/RWjmb2f31f
— Bandhan Bank (@bandhanbank_in) March 5, 2020
বন্ধনকে শাখা খোলার ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক৷ ফলে মানুষের আরও কাছে পৌঁছে যাচ্ছে গর্বের বন্ধন ব্যাঙ্ক৷ বর্তমানে বন্ধন ব্যাঙ্কের ১১০০টি শাখা ও ৩ হাজার ৮৪টি ডোরস্টেপ ব্যাঙ্কিং সেন্টার রয়েছে৷ ২০১৯-এর মার্চ থেকে ডিসেম্বরের মধ্যে ২৩টি নয়া শাখা ও ৭০টি ডোরস্টেপ ব্যাঙ্কিং সেন্টার খুলেছে বন্ধন ব্যাঙ্ক৷ গৃহ ফাইনান্সের সঙ্গে সংযুক্তির পরে আরও ১৯৫টি শাখা যুক্ত হয়েছে বন্ধন ব্যাঙ্কের নেটওয়ার্কে৷
বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও চন্দ্রশেখর ঘোষ জানিয়েছেন, সাধ্যের মধ্যে গৃহঋণ ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণের দিকে ফোকাস করছে বন্ধন ব্যাঙ্ক৷ আগামী ৩ বছরে বন্ধন ব্যাঙ্কের পোর্টফোলিওর মধ্যে কম করে ৫০ শতাংশ সাধ্যের মধ্যে গৃহঋণ ও ক্ষুদ্র-মাঝারি শিল্পে ঋণের পরিমাণ করার লক্ষ্যমাত্রা রয়েছে৷ বর্তমানে এই ব্যাঙ্কের ৬১ শতাংশ অ্যাকাউন্ট মাইক্রোফাইনান্স ঋণের আওতায়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bandhan, Bandhan Bank, Bandhan Bank Branch