Home /News /business /
কাজের চাপে বোতলের মধ্যেই প্রস্রাব করছেন Amazon কর্মীরা! উঠল মারাত্মক অভিযোগ

কাজের চাপে বোতলের মধ্যেই প্রস্রাব করছেন Amazon কর্মীরা! উঠল মারাত্মক অভিযোগ

এমনই বিস্ফোরক অভিযোগ উঠল Amazon-এর বিরুদ্ধে । এই মারাত্মক অভিযোগটি তুলেছেন সংস্তারইএক কর্মচারী ।

 • Share this:

  #নয়াদিল্লি: কাজের এতটাই মারাত্মক চাপ যে সামান্য নূন্যতম সময় নিজেদের জন্য পান না কর্মচারীরা । এমনকি তাঁরা নাকি শৌচালয়ে যাওয়ার সুযোগও পান না । এমনই বিস্ফোরক অভিযোগ উঠল Amazon-এর বিরুদ্ধে । এই মারাত্মক অভিযোগটি তুলেছেন সংস্তারইএক কর্মচারী ।

  সম্প্রতি ট্যুইটারে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন ওই ব্যক্তি । Amazon-কে ট্যাগ করে Rep. Mark Pocan নামের ওই ব্যক্তি লিখেছেন, ১৫ ডলার প্রতি ঘণ্টা কাজ করতে হয় । কিন্তু ডেলিভারির চাপ এতটাই থাকে প্রস্রাব করতে যাওয়ারও সময় থাকে না । এটা খোলামেলা উন্নতশীল কাজের জায়গা নয় । এমনকি তিনি এও জানিয়েছেন, ডেলিভারি সার্ভিসের ক্ষেত্রে চালকদের জন্য সহানুভূতিশীল নয় সংস্থা । কোনও বাথরুম বা রেস্টরুম ব্যবহার করার অনুমতি দেওয়া হয় না । ডেলিভারি কম হয়ে যাওয়ার ভয়ে বোতলে প্রস্রাব করতে হয় ।

  এই অভিযোগের সঙ্গে সঙ্গে আত্মপক্ষ সমর্থনে মাঠে নেমে পড়েছে অ্যামাজনও । তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যামাজনে কাজের যথেষ্ট খোলামেলা পরিবেশ রয়েছে । বোতলে প্রস্রাব করার অভিযোগ সত্যি নয় । বিশ্বে তাদের হাজার হাজার কর্মীরা রয়েছেন । এই অভিযোগ সত্যি হলে তাঁরা কখনওই কাজ করতেন না। কর্মচারীরা অ্যামাজনে কাজ করে খুশি । সংস্থাও তাঁদের জন্য গর্বিত ।

  Published by:Simli Raha
  First published:

  Tags: Allegation, Amazon

  পরবর্তী খবর